ভাবকল্প ও চিত্রকল্প
কবিতা লিখবো বলে
আমি কাগজ ও কলম নিলাম
অথচ আমার মধ্যে খাচ্ছে ঘুরপাক
চোখের সামনে একটি দৃশ্য
দৃশ্যের মাঝে,একজন কবি
সন্ধ্যাবেলায়,
বসে আছে শোবার ঘরের
জানালার পাশে
সামনে তার
গোলাকার টেবিল
গ্লাসে ভরা জল
কিছু কলম ও বই
কবি বসে, লিখছেন গল্প ।
তার সাদা কাগজে
লিখতে লিখতে,সে বড়োই কান্ত
তবুও থামছেনা, তার লেখা কলম
প্রথম কাগজটি, ভোরে গেল ।
কবি এখন দ্বিতীয় কাগজটি,জুড়ে
আঁকছে ছবি তার মনের ক্যানভাসে
তার গল্পের নাম
ভাবকল্প ও চিত্রকল্প ।
দৃশ্যটি টিভিতে দেখলাম,
উপভোগ করলাম
আমি মাথা নাড়লাম
সামনে আমার রাখা,সাদা খালি কাগজ
কাগজের উপরে আমার কলমটি
আজকে না হয়, আমার লেখা কবিতাটি থাক,
দেখি সেই কবি তার
গল্পতে কি লিখছেন ।
*বর্ণনা :
একজন লেখক তার কবিতা লেখা বাদ দিয়ে
টিভিতে চলা একটি নাটক দৃশ্য, মগ্ন হয়ে দেখছে,
কারণ সে নাটকটি,মূলত একজন কবির জীবন নিয়ে,তার
লিখিত গল্প,কর্মকান্ড,পরিবেশ ইত্যাদি এই কবিতাটি তুলে ধরা হয়েছে ।
(এটি একটি কল্পনিক ঘটনা )
আমি কাগজ ও কলম নিলাম
অথচ আমার মধ্যে খাচ্ছে ঘুরপাক
চোখের সামনে একটি দৃশ্য
দৃশ্যের মাঝে,একজন কবি
সন্ধ্যাবেলায়,
বসে আছে শোবার ঘরের
জানালার পাশে
সামনে তার
গোলাকার টেবিল
গ্লাসে ভরা জল
কিছু কলম ও বই
কবি বসে, লিখছেন গল্প ।
তার সাদা কাগজে
লিখতে লিখতে,সে বড়োই কান্ত
তবুও থামছেনা, তার লেখা কলম
প্রথম কাগজটি, ভোরে গেল ।
কবি এখন দ্বিতীয় কাগজটি,জুড়ে
আঁকছে ছবি তার মনের ক্যানভাসে
তার গল্পের নাম
ভাবকল্প ও চিত্রকল্প ।
দৃশ্যটি টিভিতে দেখলাম,
উপভোগ করলাম
আমি মাথা নাড়লাম
সামনে আমার রাখা,সাদা খালি কাগজ
কাগজের উপরে আমার কলমটি
আজকে না হয়, আমার লেখা কবিতাটি থাক,
দেখি সেই কবি তার
গল্পতে কি লিখছেন ।
*বর্ণনা :
একজন লেখক তার কবিতা লেখা বাদ দিয়ে
টিভিতে চলা একটি নাটক দৃশ্য, মগ্ন হয়ে দেখছে,
কারণ সে নাটকটি,মূলত একজন কবির জীবন নিয়ে,তার
লিখিত গল্প,কর্মকান্ড,পরিবেশ ইত্যাদি এই কবিতাটি তুলে ধরা হয়েছে ।
(এটি একটি কল্পনিক ঘটনা )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৭/২০১৭ভালো বিষয়।
-
ধ্রুবক ২২/০৭/২০১৭ভালো লেখা
-
মোমিনুল হক আরাফাত ২২/০৭/২০১৭চমৎকার
-
বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭কবি, ভাবনা খুবি (খুবই) ভাল। কল্পনাটার প্লাটফর্ম একটু ক্লাসিক মনে হলো। কারণ, সাদা কাগজে কবিতা লেখার প্রচলন নেই বললেই চলে, তবে একেবারে নেই বলবোনা। আপনার কবিতা পড়তে গিয়ে আমার মধ্যেও কেনো জানি একটা কবি কবি ভাব টের পেলাম। শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ২২/০৭/২০১৭ভাল
-
কামরুজ্জামান সাদ ২২/০৭/২০১৭কবি বানানের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়া চাই।[অহচ-অথচ]