তোমার জন্মদিন
প্রিয়তম
এই মুহূর্তেই আমার হাতে
দুইটি লাল গোলাপ
একটি নীল কালীর কলম
আর আধখানা ভ্যানিলা কেক
আজ তোমার জন্মদিন
কিন্তু তোমার জন্য শুধুই এই কবিতাটা
আমার ভালোবাসা নিও,
তোমাকে দেবার মত তেমন কিছুই নেই আমার
আছে এই বৃষ্টিমাখা সকাল
বৃস্টির ফোটা আমি হাতে ছুঁয়ে
তোমাকে উদ্সর্গ করেছি
অনেকগুলো অন্য রকম দিন
অন্যরকম দিন কাটাতে অবুজ মনটা আমার
দূরে দূরে থেকেও তোমার কাছেই ছিল
জানো,আজ রাত ১২টায়ে
মোবাইলে তোমার পুরোনো ছবি দেখলাম
ছবির উপর অনেকক্ষণ ধরে হাত বুলালাম
বললাম “শুভ জম্মদিন”
এভাবে আরো অনেকবার বললাম
তাও উওর দিলে না তুমি
এক সময়ে চোখ বন্ধ করলাম
আর স্পট দেখলাম
তুমি আমার সামনে দাঁড়িয়ে
তোমার হাতে কবিতার ছেড়া পাতা ।
এই মুহূর্তেই আমার হাতে
দুইটি লাল গোলাপ
একটি নীল কালীর কলম
আর আধখানা ভ্যানিলা কেক
আজ তোমার জন্মদিন
কিন্তু তোমার জন্য শুধুই এই কবিতাটা
আমার ভালোবাসা নিও,
তোমাকে দেবার মত তেমন কিছুই নেই আমার
আছে এই বৃষ্টিমাখা সকাল
বৃস্টির ফোটা আমি হাতে ছুঁয়ে
তোমাকে উদ্সর্গ করেছি
অনেকগুলো অন্য রকম দিন
অন্যরকম দিন কাটাতে অবুজ মনটা আমার
দূরে দূরে থেকেও তোমার কাছেই ছিল
জানো,আজ রাত ১২টায়ে
মোবাইলে তোমার পুরোনো ছবি দেখলাম
ছবির উপর অনেকক্ষণ ধরে হাত বুলালাম
বললাম “শুভ জম্মদিন”
এভাবে আরো অনেকবার বললাম
তাও উওর দিলে না তুমি
এক সময়ে চোখ বন্ধ করলাম
আর স্পট দেখলাম
তুমি আমার সামনে দাঁড়িয়ে
তোমার হাতে কবিতার ছেড়া পাতা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২১/০৭/২০১৭ধন্যবাদ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৭/২০১৭খুব ভালো।
-
রুবেল চন্দ্র দাস ১৮/০৭/২০১৭সুন্দর