পৃথিবীর বুকে সুন্দর জ্যোৎস্না
পৃথিবীর বুকে সুন্দর জ্যোৎস্না
ঝরে ঝরে পড়ছে
রাতের আকাশ ঝলমল করছে
আকাশে মেঘের তুষ্প,
আকাশ ভরা তারা
আমাদের ছাদে এক কোণে,
জমে থাকা শ্যাওলা
অন্ধকারে ও চাঁদের আলোতে
লাগছে সবুজ গালিচা মত
ঝিরঝির ঠান্ডা বাতাস,
তুমি গান গাইছো,
আমার সেই প্রিয় গানটি
গরম চায়ের কাপে
আমি চুমুক দিলাম
ঝিরঝির বাতাস জ্যোৎস্না মাখা আকাশ ।
"পৃথিবীর বুকে সুন্দর জ্যোৎস্না"
এই কবিতাতার দৃশ্যমান পটভূমিতে,
নায়ক(স্বামী) এবং নায়িকা (স্ত্রী),
অনেকপর তার তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে ।
দুইজন তাদের গ্রামের বাড়ির ছাদে বসে আকাশে,পূর্ণিমার চাঁদ দেখছে,নায়িকা সেই সুন্দর মুহূর্তেই,নায়কের প্রিয় গানটি,নায়িকার নিজের গলায় গাইছেন ।
ঝরে ঝরে পড়ছে
রাতের আকাশ ঝলমল করছে
আকাশে মেঘের তুষ্প,
আকাশ ভরা তারা
আমাদের ছাদে এক কোণে,
জমে থাকা শ্যাওলা
অন্ধকারে ও চাঁদের আলোতে
লাগছে সবুজ গালিচা মত
ঝিরঝির ঠান্ডা বাতাস,
তুমি গান গাইছো,
আমার সেই প্রিয় গানটি
গরম চায়ের কাপে
আমি চুমুক দিলাম
ঝিরঝির বাতাস জ্যোৎস্না মাখা আকাশ ।
"পৃথিবীর বুকে সুন্দর জ্যোৎস্না"
এই কবিতাতার দৃশ্যমান পটভূমিতে,
নায়ক(স্বামী) এবং নায়িকা (স্ত্রী),
অনেকপর তার তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে ।
দুইজন তাদের গ্রামের বাড়ির ছাদে বসে আকাশে,পূর্ণিমার চাঁদ দেখছে,নায়িকা সেই সুন্দর মুহূর্তেই,নায়কের প্রিয় গানটি,নায়িকার নিজের গলায় গাইছেন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৭/২০১৭বেশ।
-
সৌম্যকান্তি চক্রবর্তী ১৩/০৭/২০১৭বেশ সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৭/২০১৭খুব ভালো।
-
আব্দুল হক ১২/০৭/২০১৭সুন্দর কবিতার জন্য অভিনন্দন।
-
সাঁঝের তারা ১২/০৭/২০১৭খুবই সুন্দর...