অসমাপ্ত ভালোবাসা
কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমি
আমার সামনে দিয়ে দুইজন
ভালোবাসার কপোত কপোতী হেঁটে চলে গেলো
পাঁচ মিনিট ধরে তাদের দিকে তাকিয়ে থাকলাম
আর মনে মনে ভাবলাম
তাদের মতো সুখী এই পৃথিবীতে
বোধ হয় আর কেউ নেই
আমি নিজেকে তাদের জায়গাতে কল্পনা করে ফেলাম
কল্পনা শুধু কল্পনা রয়ে গেলো
আসলে কি মূল কথাটা বলা যাক
সবার কপালে সুখ সয়না
আর ভালোবাসার মানুষও
সবার কপালে জোটেনা
যাদের কোনো ভালোবাসার মানুষ নেই
তারই শুধু কল্পনার রাজ্যে ডুবে থাকে
অন্যর ভালোবাসার কথা শুনে
বা দেখে তারা মনে মনে খুশি হয়ে,
"হায়রে ভালোবাসা"
শুধু কল্পনা করেই গেলাম
হয়তো কোনোদিন তাদের জীবনে কোনো না কোনোদিন
ভালোবাসার মানুষটি আসবে
অসমাপ্ত ভালোবাসায় টানা পরণে কেউ কেউ
সেই স্রোতে ভেসে যাইছি
ভালোবাসার সেই যুগল
তারা দুইজন দুইজনের হাত ধরে
সাগর পাড়ে দাঁড়ানো
কপোতী সেই মেয়েটি
সাগর পানি স্পর্শ করে
বলছে বাহ্ দারুন
মিস্টি লাগছিলো তাদের
মনে মনে আমি ভাবলাম
ভালোবাসার মানুষের মতো
সুখী বোধায় এই পৃথিবীতে আর কিছুই হতে পারেনা ।
আমার সামনে দিয়ে দুইজন
ভালোবাসার কপোত কপোতী হেঁটে চলে গেলো
পাঁচ মিনিট ধরে তাদের দিকে তাকিয়ে থাকলাম
আর মনে মনে ভাবলাম
তাদের মতো সুখী এই পৃথিবীতে
বোধ হয় আর কেউ নেই
আমি নিজেকে তাদের জায়গাতে কল্পনা করে ফেলাম
কল্পনা শুধু কল্পনা রয়ে গেলো
আসলে কি মূল কথাটা বলা যাক
সবার কপালে সুখ সয়না
আর ভালোবাসার মানুষও
সবার কপালে জোটেনা
যাদের কোনো ভালোবাসার মানুষ নেই
তারই শুধু কল্পনার রাজ্যে ডুবে থাকে
অন্যর ভালোবাসার কথা শুনে
বা দেখে তারা মনে মনে খুশি হয়ে,
"হায়রে ভালোবাসা"
শুধু কল্পনা করেই গেলাম
হয়তো কোনোদিন তাদের জীবনে কোনো না কোনোদিন
ভালোবাসার মানুষটি আসবে
অসমাপ্ত ভালোবাসায় টানা পরণে কেউ কেউ
সেই স্রোতে ভেসে যাইছি
ভালোবাসার সেই যুগল
তারা দুইজন দুইজনের হাত ধরে
সাগর পাড়ে দাঁড়ানো
কপোতী সেই মেয়েটি
সাগর পানি স্পর্শ করে
বলছে বাহ্ দারুন
মিস্টি লাগছিলো তাদের
মনে মনে আমি ভাবলাম
ভালোবাসার মানুষের মতো
সুখী বোধায় এই পৃথিবীতে আর কিছুই হতে পারেনা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১০/০৭/২০১৭সুন্দর !!
-
Tanju H ০৭/০৭/২০১৭অসাধারন।
-
ন্যান্সি দেওয়ান ০৭/০৭/২০১৭Thankyou.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৭/২০১৭ভালো।
-
দীননাথ মাইতি ০৭/০৭/২০১৭সুন্দর
-
আব্দুল হক ০৬/০৭/২০১৭সুন্দর ! বেশ. ভালোবাসা রইল!!
-
সাঁঝের তারা ০৬/০৭/২০১৭সুন্দর