তুমি আমার প্রথম প্রেম ছিলে
তুমি আমার প্রথম প্রেম ছিলে
তোমার প্রতি আমার শ্রদ্ধা ছিল আজও আছে
এক বুক ভালোবাসা.......
আমি তোমারি ছায়া
তোমার থেকে বিন্দু বিন্দু করে সৃস্টি হয়েছি
এই আমি,তোমার পেশার প্রতি আমি অগাদ ভালোবাসা ছিল বলে
আমি তোমার পেশাকে আমার নিজের করে নিয়েছি,
তোমার পেশাকে আমার নিজের করতে যে কত কষ্ট, তা কেবল আমিই জানি
বলতে পারো এই পেশা আমার পূর্ব পরিচিত -পারিবারিক সূত্রে পাওয়া
কিন্তু এই পেশাটা যে তোমারও
তুমি আমার প্রথম প্রেম ছিলে
তুমি হয়তো আমার কথা মনে ও করো না আমি তো তোমাকে ভুলিনি,
দেখতো আমাকে তুমি নতুন করে চিনতে পারো কি না?
আমি তোমারি ছায়া
প্রতি রাতে সেই তোমার সাথে কথা বলা
তুমি আমি রিসক্সা ঘুরতাম কোথায় যেন ফ্যাকাসে হয়ে গেলো
তুমি আমার প্রথম প্রেম আর আমার মনের ভিতর রং তুলি সেই ছবি শুধু তোমার
বৃস্টিতে ভিজতাম তোমার সাথে
আইস-ক্রিম আর চটপটি খেতাম তোমার সাথে
ভালোবাসায় হয়না কোনো প্রতিশোধ থাকে শুধু অনুভূতি আর কিছু মিস্টি স্মৃতি ।
তোমার প্রতি আমার শ্রদ্ধা ছিল আজও আছে
এক বুক ভালোবাসা.......
আমি তোমারি ছায়া
তোমার থেকে বিন্দু বিন্দু করে সৃস্টি হয়েছি
এই আমি,তোমার পেশার প্রতি আমি অগাদ ভালোবাসা ছিল বলে
আমি তোমার পেশাকে আমার নিজের করে নিয়েছি,
তোমার পেশাকে আমার নিজের করতে যে কত কষ্ট, তা কেবল আমিই জানি
বলতে পারো এই পেশা আমার পূর্ব পরিচিত -পারিবারিক সূত্রে পাওয়া
কিন্তু এই পেশাটা যে তোমারও
তুমি আমার প্রথম প্রেম ছিলে
তুমি হয়তো আমার কথা মনে ও করো না আমি তো তোমাকে ভুলিনি,
দেখতো আমাকে তুমি নতুন করে চিনতে পারো কি না?
আমি তোমারি ছায়া
প্রতি রাতে সেই তোমার সাথে কথা বলা
তুমি আমি রিসক্সা ঘুরতাম কোথায় যেন ফ্যাকাসে হয়ে গেলো
তুমি আমার প্রথম প্রেম আর আমার মনের ভিতর রং তুলি সেই ছবি শুধু তোমার
বৃস্টিতে ভিজতাম তোমার সাথে
আইস-ক্রিম আর চটপটি খেতাম তোমার সাথে
ভালোবাসায় হয়না কোনো প্রতিশোধ থাকে শুধু অনুভূতি আর কিছু মিস্টি স্মৃতি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জানবক্স খান ১৭/০৭/২০২০
-
ন্যান্সি দেওয়ান ০৮/০৯/২০১৭ধন্যবাদ আপনাকে।
-
আব্দুল হক ১০/০৭/২০১৭আপনার লিখাটি ভালো লেগেছে।
-
আরিফুল ইসলাম ০৫/০৭/২০১৭প্রথম ভালোবাসা ......।
আহ, মায়া ! -
Tanju H ০৫/০৭/২০১৭অপূর্ব!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/০৭/২০১৭বেশ ভালো।
-
দীননাথ মাইতি ০৫/০৭/২০১৭ভালোবাসা
-
সাঁঝের তারা ০৪/০৭/২০১৭সুন্দর
হয়তো বিচ্ছেদ হয়েছে বাস্তবতায়, কিন্তু প্রকৃত প্রেম
সে রয়ে যায় তলানীতে, হৃদয়ের গভীরে।
শুভেচ্ছা প্রকৃত প্রেমী কবিকে।