কে যায়
ঘাসের পাশাপাশি
হ্নদয়ের কাছাকাছি
শিশিরের কণা
মনের কোণে সবুজের জড়াজড়ি
ধুলোর কণা
চুপিসারে কুয়াশার ম্রেদু শব্দ
ডেকে যায়
আঁধারে আলোতে ঐ কে
কে যায়?
৮.১১.১৪
হ্নদয়ের কাছাকাছি
শিশিরের কণা
মনের কোণে সবুজের জড়াজড়ি
ধুলোর কণা
চুপিসারে কুয়াশার ম্রেদু শব্দ
ডেকে যায়
আঁধারে আলোতে ঐ কে
কে যায়?
৮.১১.১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ১২/১১/২০১৪
-
মোঃ আবদুল করিম ১২/১১/২০১৪সহজ বাক্যে সাবলীল ভাষা,ভালো হয়েছে ।
-
একনিষ্ঠ অনুগত ১২/১১/২০১৪বাহ...
-
মোহাম্মদ আবদুল মান্নান ১২/১১/২০১৪সুন্দর হয়েছে...।।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১২/১১/২০১৪মৃদু শব্দ হবে হয়তো।
শিশির, ঘাস, কুয়াশা ভালো লাগলো।
মৃদু বানানটা ঠিক করে নিন কবি।
ধন্যবাদ।