প্রেমের আলো
কুয়াশা মিশেছে আঁধারে
ভালবেসে একাকার
মেঘে চাঁদে লুকোচুরি
স্বপ্নের ওপার
শিশিরের ছন্দে হ্নদয়ের খেলা
জমেছে আকুল প্রাণ
ব্যাকুল প্রেমিকের মনের কোণে
গেয়ে উঠে মধুর গান
গাছের পাতায় জমেছে আজ
তারার মুক্ত আলো
রুপালি হাসি মুখ বিদ্যুৎ যেন
মনকে আমার জ্বালো।
৮.১১.১৪
ভালবেসে একাকার
মেঘে চাঁদে লুকোচুরি
স্বপ্নের ওপার
শিশিরের ছন্দে হ্নদয়ের খেলা
জমেছে আকুল প্রাণ
ব্যাকুল প্রেমিকের মনের কোণে
গেয়ে উঠে মধুর গান
গাছের পাতায় জমেছে আজ
তারার মুক্ত আলো
রুপালি হাসি মুখ বিদ্যুৎ যেন
মনকে আমার জ্বালো।
৮.১১.১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১২/১১/২০১৪খুবই ভালো লাগলো
-
পিয়ালী দত্ত ১১/১১/২০১৪সুন্দর
-
অনিরুদ্ধ বুলবুল ১১/১১/২০১৪সুন্দর বুননের 'কুটি' কবিতা - বেশ লাগল কবি।
শুভেচ্ছা নিন - -
মোহাম্মদ তারেক ১১/১১/২০১৪কথার বুনটে সুন্দর কবিতা। সুন্দর হয়েছে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১১/২০১৪প্রেমে পড়ার প্রথম দিকের কথা মালার মত লাগলো। ভালো।
-
মোঃ আবদুল করিম ১১/১১/২০১৪খুব খুব খুবই ভালো হয়েছে ।
-
রক্তিম ১১/১১/২০১৪একান্ত করে ভালো লাগলো।