অবহেলিত
আজকের এই শিশুরা আগামীদিনের ভবিষ্যত ;এই শিশুরা আজ অবহেলিত।
অনেক শিশু আছে যারা হয় শিক্ষা থেকে বঞ্চিত।
কেউ পারে না টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে, অনেকের টাকা আছে কিন্তু করে না তারা লেখাপড়া।
এমন কিছু শিশু আছে যারা আজকের এই দিনে শুয়ে-পড়ে বসে বসে আছে রাস্তার ধারে।
তাদের তুলে এনে কি আমরা দিতে পারিনে ঠাই?
পারি পারি অবশ্যই পারি, যদি আমরা আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলি।
যদি তাদের তুলে এনে ঠাই পারি দিতে, হর্ষ ভরা হত তারা আমাদের পড়ে।কিছু এমন শিশু আছে যারা পায় না একমুঠো খাবার তুলে এনে তাদের যদি দিতে পারি খাবার। আল্লাহ তায়ালা হবেন খুশি আমাদের ওপর।
আজকের এই শিশু আগামীদিনের কর্ণধার, তাই এই শিশুদের যোগ্য করে তুলতে হবে এই দেশে আমাদের।
অনেক শিশু আছে যারা হয় শিক্ষা থেকে বঞ্চিত।
কেউ পারে না টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে, অনেকের টাকা আছে কিন্তু করে না তারা লেখাপড়া।
এমন কিছু শিশু আছে যারা আজকের এই দিনে শুয়ে-পড়ে বসে বসে আছে রাস্তার ধারে।
তাদের তুলে এনে কি আমরা দিতে পারিনে ঠাই?
পারি পারি অবশ্যই পারি, যদি আমরা আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলি।
যদি তাদের তুলে এনে ঠাই পারি দিতে, হর্ষ ভরা হত তারা আমাদের পড়ে।কিছু এমন শিশু আছে যারা পায় না একমুঠো খাবার তুলে এনে তাদের যদি দিতে পারি খাবার। আল্লাহ তায়ালা হবেন খুশি আমাদের ওপর।
আজকের এই শিশু আগামীদিনের কর্ণধার, তাই এই শিশুদের যোগ্য করে তুলতে হবে এই দেশে আমাদের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ১৮/১০/২০১৮অসাধারণ।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১০/২০১৮রাষ্ট্রের মতো আমাদেরও শিশুদের পাশে দাঁড়াতে হবে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/১০/২০১৮সকলেই শিশুদের জন্য ভাবতে হবে।
ধন্যবাদ। -
বিশ্বামিত্র ১৮/১০/২০১৮আপনার ভাবকে হাজার শুভেচ্ছা রইল। দেশ সমাজের কাছে নূতন কিছু নয়।মানবতাই আসল কথা!