দীর্ঘশ্বাস
আজ পরম করুণাময়ের মেহেরবাণিতে পেলাম একটি নতুন ক্ষণ নতুন দিন। জীবনের পাথেয় স্বপ্নময় সরহী। অতীতের সব স্বপ্ন স্মৃতিকে ইতিহাসের বিচালম্বে যে জমা রেখে আজ আমরা ছুটছি নতুন এক পৃথিবীর অন্বেষনে। একটু পিছনে ফিরে দেখলেই চোখে উদ্ভাসিত ক্লান্তিময় একটি বছর। যা ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল,অতীত সমুদ্রের অতল গহ্বরে। জরাজীর্ণ আর ব্যথা বেদনাময় একটি বছর হয়তো সেই নিষ্ঠুর ক্ষ্ণে অকালেই ঝরে গেছে অনেক স্বপ্ন অনেক আশা। সমুদ্রের অতলে হারিয়ে গেছে জীবনের চাওয়াগুলো। জীবনে চলার পথে বিলাসী হৃদয় অনেক ভালোবেসেও ব্যর্থতা আর বুক ভরা কষ্ট ফিরে এসেছি জীবনের কাছে । কেউ খুজে পেয়েছে সুখ আনন্দ আর কেউ নীলাভবেদনাময় কষ্টগুলোকে বুকে চেপে নিয়ে চলেছে আর নিচ্ছে দীর্ঘশ্বাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০৪/২০২০ভালো লিখেছেন ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/১০/২০১৮ভাল লিখলেন।