ইতি
সূর্য সবার থেকে একটু আলাদা টাইপের সহজ সরল ভদ্র একটা ছেলে। সূর্য মানুষের ভুলগুলো চোখের সামনে ধরিয়ে দেয়। তাই সূর্যকে অনেকেই পছন্দ করে না। কোন এক মনীষী বলেছিলেন, যে তোমার সামনেই তোমার দোষত্রুটি, ভুলগুলো আংগুল দিয়ে দেখিয়ে দিবে সেই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। এই উক্তিটাই সূর্যকে এমন বানিয়ে দিয়েছে। তাইতো সূর্য অন্যের ভুল হলে সেই ভুলটা সাথে সাথে ধরিয়ে দেয়। কিন্তু সমাজের মানুষগুলো সূর্যকে ভিন্ন আঙ্গিকে দেখে। সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট ব্যক্তির কাতারভুক্ত করে সূর্যকে। সূর্য চাই যে, তার বন্ধু বা তার নিকট আত্মীয় কাউকে যেন অন্যের কাছে খারাপ কথা শুনতে না হয়। সেই জন্য সূর্য মানুষটিকে সাবধান করে দেয়। কিন্তু কী লাভ এতে সবথেকে খারাপ হয় সূর্য নিজেই। শেষমেষ হয় সম্পর্কের ইতি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/১০/২০১৮ভাল