বানভাসিদের আহাজারি
কবিঃ জুনাইদ আল হাসান
দেশ জুড়ে চলছে যখন
করনারই ঝুঁকি
কোত্থেকে এক বন্যা এসে
দিলো আবার উঁকি।
ডুবিয়ে নিলো মাঠ ঘাট
নিজ বাড়ি ঘর
পানি আজ উঠে গেছে
মাথার উপর।
ঘর বাড়ি ভিটে মাটি
সব এখন ছাড়ি
নিঃস্ব হয়ে করছি আজ
চিৎকার আহাজারি।
আছো কে মহা মানুষ !
সাহায্যের হাত বাড়াও
অসহায় বানভাসিদের
পাশে এসে দাড়াও।
দেশ জুড়ে চলছে যখন
করনারই ঝুঁকি
কোত্থেকে এক বন্যা এসে
দিলো আবার উঁকি।
ডুবিয়ে নিলো মাঠ ঘাট
নিজ বাড়ি ঘর
পানি আজ উঠে গেছে
মাথার উপর।
ঘর বাড়ি ভিটে মাটি
সব এখন ছাড়ি
নিঃস্ব হয়ে করছি আজ
চিৎকার আহাজারি।
আছো কে মহা মানুষ !
সাহায্যের হাত বাড়াও
অসহায় বানভাসিদের
পাশে এসে দাড়াও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।