আজকের জামানা
"আজকের জামানা"
কবিঃ মীম আক্তার
ভোর হলো দোর খোল
খুকি মনি ওঠোরে,
অপরাধের বিচার দিতে
করোনা ভাই এলো রে ।
অন্ধকারের কালো দেশে
সব মানুষেরাই নানান বেশে,
ঘুরছে মানুষ ঘুর্নিপাকে
আলোর দেখা নাই।
করোনা ভাই নিজের দেশে
আলো নিয়ে যাই।
আকডুম বাকডুম ঘোরাডুম সাজে
আল্লাহ নিজে এসে আমাদের ডাকে,
ভোর হলে ঘুমিয়ে থাকি আমরা কত বাজে
পৃথিবীতে আজাব স্বরূপ হয়ে যায়।
তা দেখে মানুষের কোন ভয় নাই,
এভাবেই চলতে থাকলে
মানুষ হবে ধ্বংস।
পৃথিবী হবে শূন্য, মানুষ হবে নির্বংশ।
(সমাপ্ত)
কবিঃ মীম আক্তার
ভোর হলো দোর খোল
খুকি মনি ওঠোরে,
অপরাধের বিচার দিতে
করোনা ভাই এলো রে ।
অন্ধকারের কালো দেশে
সব মানুষেরাই নানান বেশে,
ঘুরছে মানুষ ঘুর্নিপাকে
আলোর দেখা নাই।
করোনা ভাই নিজের দেশে
আলো নিয়ে যাই।
আকডুম বাকডুম ঘোরাডুম সাজে
আল্লাহ নিজে এসে আমাদের ডাকে,
ভোর হলে ঘুমিয়ে থাকি আমরা কত বাজে
পৃথিবীতে আজাব স্বরূপ হয়ে যায়।
তা দেখে মানুষের কোন ভয় নাই,
এভাবেই চলতে থাকলে
মানুষ হবে ধ্বংস।
পৃথিবী হবে শূন্য, মানুষ হবে নির্বংশ।
(সমাপ্ত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০৭/২০২০সুন্দর।