তুমি গো
তোমার চোখের জল
করে টলমল
যাব ওগো কোথায়?
তুমি ছাড়া এই
সবই আঁধারময়
তুমি ছাড়া কেয়ো নাই।
আমি একা পথে
হাঁটি দিনে-রাতে
তুমি আছ কোথায়?
তুমি ছাড়া এই
সবই আঁধারময়
তুমি ছাড়া কেয়ো নাই।
সুখের পদ্ম ঝরে
যেন রাত্দিন ধরে
তুমি আছ কোথায়?
তুমি ছাড়া এই
সবই আঁধারময়
তুমি ছাড়া কেয়ো নাই।
করে টলমল
যাব ওগো কোথায়?
তুমি ছাড়া এই
সবই আঁধারময়
তুমি ছাড়া কেয়ো নাই।
আমি একা পথে
হাঁটি দিনে-রাতে
তুমি আছ কোথায়?
তুমি ছাড়া এই
সবই আঁধারময়
তুমি ছাড়া কেয়ো নাই।
সুখের পদ্ম ঝরে
যেন রাত্দিন ধরে
তুমি আছ কোথায়?
তুমি ছাড়া এই
সবই আঁধারময়
তুমি ছাড়া কেয়ো নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১১/০৮/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৮/২০১৭বা, বেশ!
-
সাঁঝের তারা ০৯/০৮/২০১৭অপূর্ব প্রেম! সুন্দর কবিতা...