জীবন(২)
আমার মৃত্যর পরে আন্দীর পাড়ে তোমরা থাকিও মেতে কোলাহলে।
শিশুদের বলে দিও তারা যেন স্তব্ধতাকে দূর জ্ঞানে।
মেঘনার বুকে যারা ডিঙ্গা বেয়ে মাছ ধরিত তারা যেন স্থবিরতাকে বলে "দূরে পড়নে"।
ডাকাতিয়ার বুকে যারা পাল টানিত তারা যেন ক্লান্তিকে বলে "এ কেমনরে"।
শিশুদের বলে দিও তারা যেন স্তব্ধতাকে দূর জ্ঞানে।
মেঘনার বুকে যারা ডিঙ্গা বেয়ে মাছ ধরিত তারা যেন স্থবিরতাকে বলে "দূরে পড়নে"।
ডাকাতিয়ার বুকে যারা পাল টানিত তারা যেন ক্লান্তিকে বলে "এ কেমনরে"।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৮/২০১৭লিরিক!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৮/২০১৭বেশ!