আয়নারে বাবা সোনা মায়ের কাছে আয়
আয়নারে বাবা, সোনা মায়ের কাছে আয়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।
সারা জীবন সেথায় তোরে রাখব ভরে
তুই যে কলিজার টুকরা জান রে
তোকে ছাড়া মায়ের মন কিছু নাহি চায়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়
আকাশের চাদঁ তোকে দেব পেড়ে
রাজকন্যার সাথে দেব বিয়ে
তোর সুখে সুখ লাগে বুকটায়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।
আয়নারে বাবা, সোনা মায়ের কাছে আয়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।
সারা জীবন সেথায় তোরে রাখব ভরে
তুই যে কলিজার টুকরা জান রে
তোকে ছাড়া মায়ের মন কিছু নাহি চায়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়
আকাশের চাদঁ তোকে দেব পেড়ে
রাজকন্যার সাথে দেব বিয়ে
তোর সুখে সুখ লাগে বুকটায়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।
আয়নারে বাবা, সোনা মায়ের কাছে আয়
তোকে আমি রাখব ধরে বুকের খাঁচায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ০৮/০৮/২০১৭ভাল লাগল কবি
-
কামরুজ্জামান সাদ ০৮/০৮/২০১৭বেশ লিখেছেন কবি