ভালবাসা
ঈশ্বর: তুমি কেন এসেছ?
শয়তান: আমি ক্ষমা চাই।
ঈশ্বর: কিসের ক্ষমা?
শয়তান: আমার যাবতীয় পাপের ক্ষমা।
ঈশ্বর: তোমাকে ক্ষমা করা যাবে না।
শয়তান: ক্ষমা না করলেও আমি আর পাপ কাজ করব না।
ঈশ্বর: যাও তোমাকে দশ বছরের জন্য ক্ষমা করা হল।
ঈশ্বর: সবাইকে ডাক
জীব্রাঈল: কেন?
ঈশ্বর:(শয়তানের ক্ষমা উপলক্ষে) আজ অনেকের মনের সাধ পূর্ণ করব।
মেরিলিন: আমি জগতে ফিরে যেতে চাই।
ঈশ্বর: তোমাকে দশ দিনের জন্য জগতে পাঠানোর ব্যবস্থা করা হল।
(জগতে এসে)
মেরিলিনঃ সালমান, তুমি কোথায়?
সালমান: আমি কর্ণাটকে।
মেরিলিন: তুমি লন্ডনে চলে আস।
(লন্ডনে এসে)
সালমান: তুমি কেন আমাকে আসতে বলেছ?
মেরিলিন: আমি তোমার সাথে প্রেম করে আমার সুপ্ত বাসনাটি পূরণ করতে চাই।
সালমান:আমিতো ব্যস্ত।
মেরিলিন: তুমি আমার সাথে প্রম না করলে আমি না খেয়ে দিন কাটাব
সালমান: চল "ঘুরি",
মেরিলিন: কোথায় গেলে ভাল ভাল হয়?
সালমান: কাশ্মীর- যেখানে সুন্দর ফুল ফুটে
(কাশ্মীর এসে)
সালমান: আমি এই গোলাপটি তোমাকে দিলাম
(দশম দিন)
মেরিলিন:আমার সুপ্ত বাসনাটি পূরণ করার জন্য তোমাকে ধন্যবাদ।
(বিঃ দ্রস্টব্য: এই গল্পের প্রতিটি চরিত্র কাল্পনিক।এর সাথে বাস্তবের কোন সম্পর্ক নাই)
শয়তান: আমি ক্ষমা চাই।
ঈশ্বর: কিসের ক্ষমা?
শয়তান: আমার যাবতীয় পাপের ক্ষমা।
ঈশ্বর: তোমাকে ক্ষমা করা যাবে না।
শয়তান: ক্ষমা না করলেও আমি আর পাপ কাজ করব না।
ঈশ্বর: যাও তোমাকে দশ বছরের জন্য ক্ষমা করা হল।
ঈশ্বর: সবাইকে ডাক
জীব্রাঈল: কেন?
ঈশ্বর:(শয়তানের ক্ষমা উপলক্ষে) আজ অনেকের মনের সাধ পূর্ণ করব।
মেরিলিন: আমি জগতে ফিরে যেতে চাই।
ঈশ্বর: তোমাকে দশ দিনের জন্য জগতে পাঠানোর ব্যবস্থা করা হল।
(জগতে এসে)
মেরিলিনঃ সালমান, তুমি কোথায়?
সালমান: আমি কর্ণাটকে।
মেরিলিন: তুমি লন্ডনে চলে আস।
(লন্ডনে এসে)
সালমান: তুমি কেন আমাকে আসতে বলেছ?
মেরিলিন: আমি তোমার সাথে প্রেম করে আমার সুপ্ত বাসনাটি পূরণ করতে চাই।
সালমান:আমিতো ব্যস্ত।
মেরিলিন: তুমি আমার সাথে প্রম না করলে আমি না খেয়ে দিন কাটাব
সালমান: চল "ঘুরি",
মেরিলিন: কোথায় গেলে ভাল ভাল হয়?
সালমান: কাশ্মীর- যেখানে সুন্দর ফুল ফুটে
(কাশ্মীর এসে)
সালমান: আমি এই গোলাপটি তোমাকে দিলাম
(দশম দিন)
মেরিলিন:আমার সুপ্ত বাসনাটি পূরণ করার জন্য তোমাকে ধন্যবাদ।
(বিঃ দ্রস্টব্য: এই গল্পের প্রতিটি চরিত্র কাল্পনিক।এর সাথে বাস্তবের কোন সম্পর্ক নাই)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ০৮/০৮/২০১৭সুন্দর
-
রেজওয়ান উল হক জীবন ০৭/০৮/২০১৭বাহ্!
-
সাঁঝের তারা ০৬/০৮/২০১৭বেশ