ভালোবাসার ঘৃণা
বৃষ্টির পর শীতল দুপুরে দাঁড়িয়ে ছিলাম একা,
হঠাৎ করে হয়ে গেল তোমার সাথে দেখা।
মুখ ফিরিয়ে চললে তুমি আমার সামনে থেকে।
কিন্তু আমি ধন্য হলাম তোমার মুখটি দেখে।
তুমি আমায় অনেক খানি ভালোবেসে ছিলে।
বিনিময়ে একটু নাহয় ঘৃণা ছুঁড়ে দিলে।
তবু আমি কোনো দিনও তোমায় ঘৃণা করবোনা।
ভালোবাসার জীবনটাকে ঘৃণা দিয়ে ভরবো না।
হঠাৎ করে হয়ে গেল তোমার সাথে দেখা।
মুখ ফিরিয়ে চললে তুমি আমার সামনে থেকে।
কিন্তু আমি ধন্য হলাম তোমার মুখটি দেখে।
তুমি আমায় অনেক খানি ভালোবেসে ছিলে।
বিনিময়ে একটু নাহয় ঘৃণা ছুঁড়ে দিলে।
তবু আমি কোনো দিনও তোমায় ঘৃণা করবোনা।
ভালোবাসার জীবনটাকে ঘৃণা দিয়ে ভরবো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৬/০৫/২০১৪
-
সফিউল্লাহ আনসারী ২৬/০৫/২০১৪দারুণ স্বীকারোক্তি !
-
কবি মোঃ ইকবাল ২৫/০৫/২০১৪অনন্য ভাবনার কবিতা।
-
এস,বি, (পিটুল) ২৫/০৫/২০১৪ভালোবাসার
জীবনটাকে ঘৃণা দিয়ে ভরবো না।(সুন্দর)
.....তবু আমি কোনদিনও তোমায় ঘৃনা করবো না।...
খুব সুন্দর। অনেক শুভেচ্ছা রইল।