তুমি ছিলে
তুমি আমার দিনের সূর্য, তুমিই রাতের তারা।
আঁধার ছেয়েছে এই জীবনে, প্রিয়া তুমি ছাড়া।
তুমি ছিলে তৃষ্ণার জল, তুমি চোখের দৃষ্টি।
তোমায় বিনা অন্ধ হলাম, আঁধার হলো সৃষ্টি।
তুমি ছিলে এই হৃদয়ে, প্রেমের রঙিন ছবি।
তোমায় বিনা হলাম আমি, ছন্দ হারা কবি।
তুমি ছিলে নীল আকাশে সাদা মেঘের ভেলা।
তোমায় ভেবেই কেটে যেত, আমার সারা বেলা।
তোমায় আমি ভালোবাসি, তা ছিল পাগলামি।
হারিয়ে তোমায় সত্যিকারের পাগল হলাম আমি।
আঁধার ছেয়েছে এই জীবনে, প্রিয়া তুমি ছাড়া।
তুমি ছিলে তৃষ্ণার জল, তুমি চোখের দৃষ্টি।
তোমায় বিনা অন্ধ হলাম, আঁধার হলো সৃষ্টি।
তুমি ছিলে এই হৃদয়ে, প্রেমের রঙিন ছবি।
তোমায় বিনা হলাম আমি, ছন্দ হারা কবি।
তুমি ছিলে নীল আকাশে সাদা মেঘের ভেলা।
তোমায় ভেবেই কেটে যেত, আমার সারা বেলা।
তোমায় আমি ভালোবাসি, তা ছিল পাগলামি।
হারিয়ে তোমায় সত্যিকারের পাগল হলাম আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৮/০৫/২০১৪খুব সুন্দর। তবে ছ্ন্দ হারা কবি নয়, ছ্ন্দ আছে। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ২৫/০৫/২০১৪দাদা চরম হয়েছে।
-
তাইবুল ইসলাম ২৪/০৫/২০১৪খুব সুন্দর লাগল
-
মোঃওবায় দুল হক ২৪/০৫/২০১৪অসাধারন ছন্দের মিল!খুব ভাল লাগল।