www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দোষী

তোমার শব্দ চোখ আমার চেনাছিলো
একদিন, কিন্তু আজ সব অভিমান হয়ে
দাঁড়িয়ে শুধুই তোমার কথা বলে ।
সময় গড়িয়েছে রাশি রাশি ,
কিছু সাংসারিক আর কিছু অহৈতুকী প্রেমের
রৈখিক বিসর্জনে ।

এ সংলাপ ঠিক তোমার চেনা নয় ,
যা কিছু প্রেমওময় আগ্নেয়গিরি;
আমি আজও তোমায় রাখি
যত সোনালি পত্র সজ্জায় ;
আমি এক নিঃসঙ্গ পথিক তোমার
সেই রঙিন চোখের মতো ;
তবু এ ভুল আমার , একান্তই আমার -
নিজেকে এড়িয়ে যাবার কৌশলী বাহানা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast