www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিহিংসা

কে বলেছে আমি পারিনা?
গুলির বদলে শোণিত আঘাত
সাম্প্রদায়িক ঘাত প্রতিঘাত,
প্রতিবারই আমি প্রতিশোধ নেব
কে কে মরে গেছে জানিনা।

কাগজে কলমে হোক লেখা লিখি,
পথ অবরোধ শত আঁকিবুঁকি,
তুমি ভাব আমি বোকা বনে আছি
মোমবাতি জ্বেলে পথ হারিয়েছি,
আমি কিন্তু তা মানিনা ।

মেরেছ আমার আত্মীয় জন
আমিও মারব ডজন ডজন,
যদি তারই মাঝে মিশে থেকে যায়
দুধ ভাত খাওয়া আমার স্বজন,
প্রতিবাদী দলে মিশিয়েছি গলা

সুপ্রভাত আমি আনিনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান ইমতি ০৫/০২/২০১৫
    ভালো লাগলো
  • একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪
    বেশ সুন্দর লেখা।
  • পিয়ালী দত্ত ১৯/১২/২০১৪
    খুব ভাল লাগল
  • ১৯/১২/২০১৪
    অনেক সুন্দর হয়েছে ।
    শুভেচ্ছা রইল ।
  • সায়েম খান ১৮/১২/২০১৪
    কুকুরের কাজ কুকুরে করেছে
    কামড় দিয়েছে পায়,
    তা বলে কুকুরে কামড়ানো কি
    মানুষের শোভা পায়?
  • অনিরুদ্ধ বুলবুল ১৮/১২/২০১৪
    কবিতায় বেশ গতি ও ছন্দময়তা আছে -
    শেষ লাইনটা কেমন নেতিবাচক লাগছে!
    • শম্পা ১৮/১২/২০১৪
      জানিনা কেন আসে এরকম কবিতা। আসলে school শিশুদের হত্যা মেনে নিতে পারছি না। কবে মানাবিক হব, সেই সুপ্রভাত কার হাত ধরে আসবে।
  • অনেক ভাল লাগলো ।
 
Quantcast