www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্নপ্রাশন(১০০তম)

- শিমুল শুভ্র
হৃদয়সমুদ্রে আজ উত্তাল গগন
আরব সীমান্তের কোন এক কোণে
পড়ে আছে আমার দেহ,মনে ছুটে গেছে
সেই সূর্য আলো ছড়িয়ে থাকা আমার আঙ্গিনায়।

আজ আমার অর্ঘ্য সোনার মুখে প্রসাদ,
হৃদয় জ্বলছে আমার বদ্ধ ঘরে একাকিত্তে প্রবাসে,
প্রতি মুহূর্তে অর্ঘ্য বুঝি চেয়ে আছে বাবা আসবে...
শত মানুষের ভীড়ে বাবা কোথায় ?

প্রভাতে আলাপকালে তার কয়েক পশলা
মিষ্টি হাসি শুনেছি, হাসিতে যেন আকুতি ভরা,
মুহূর্তে মন টা নড়বড় করে উঠলো,সুগম্ভীর কণ্ঠস্বর
হৃদয় গভীরে বেজে উঠলো যেন তার অন্তরের কথা গুলো।

অপূর্ণ স্বপন-সৃষ্ট,আমার মনে পূর্ণ আত্মা জেগে উঠেছে
কখন তাকে কোলে তুলে নিবো ?ভালোবাসার স্নেহে ভরিয়ে দিব।
জ্যোতির্ময় ক্ষণের সেই অপেক্ষা পুষে আছি এই মনের গভীরে,
তার,আমার অস্তিত্ব মিশে যাবে গভীর প্রেমে আমার আবির্ভাবে।

হে জগতপিতা প্রভু, তোমার চরণ তলে সমার্পণ করেছি
তাকে দুর্জয় ন্যায়ের রাইফেল ধরিয়ে দাও জীবনের খেয়াঘাটে
প্রদীপের মঙ্গলঘটে বাইতে দাও জীবনে নৌকা,
সুস্থতায় ভরিয়ে রেখ তার মাটির দেহখানি,জীবন যুদ্ধে ।


রচনাকাল
২৪।১২।২০১৪
ইউ এ ই

বিঃদ্রঃ- আজ আমাদের  অর্ঘ্য সোনার "মুখে ভাত"। সবায় অনুগ্রহ করে তার জন্য আশির্বাদ করবেন ।

বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫
    fine @
  • তুহিনা সীমা ০১/০১/২০১৫
    অর্ঘ্য শোনার জন্য রইলো শুভ কামনা.............
  • অনিরুদ্ধ বুলবুল ২৫/১২/২০১৪
    প্রথমে ছোট ছবিটা দেখে তেমন বুঝতে পারি নি কবি।
    অর্ঘ্য বাবু তো বেশ 'কিউট' - কোটি টাকার হাসিতে পোজ দিয়েছে! ভাল লাগছে বেশ। অনেক অনেক শুভ কামনা ও আদর রইল অর্ঘ্য সোনার জন্য। আর ১০০তম পোষ্টের গর্বিত কবির জন্য রইল ফুলেল অভিনন্দন। একই সঙ্গে দুইটা উপহার পেলাম - অর্ঘ্য বাবুর অন্নপ্রাসন্ন আর তার বাবার কবিতার সেঞ্চুরী!

    বাপ বেটা দু'জনকেই অভিনন্দন। :)
  • আহমাদ সাজিদ ২৫/১২/২০১৪
    আর্শিবাদ রইল অনেক
    ভালো থাকুন সবাইকে নিয়ে।
  • ২৫/১২/২০১৪
    অনেক আশীর্বাদ রইল ছোট্ট অর্ঘ্য সোনার প্রতি ।
    "অনেক বড় হও । দুর্জয় ন্যায়ের রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পর জীবন যুদ্ধে ।"
    কবিতার কথা আর কি বলব ?
    অসাধারণ ।
    ছোট্ট সোনা মণির কাছে আসার তীব্র ব্যাকুলতা যেন ছড়িয়ে পরছে কবিতার পরতে পরতে ।
    সেঞ্চুরির জন্য অভিনন্দন ।
  • সায়েম খান ২৪/১২/২০১৪
    আশির্বাদ করি অনেক বড় হোক ও...
 
Quantcast