www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্টে বুক ভাসে রে

মন গগনে আজব  খেলা কালো কালি ছেঁয়ে  গেছে রে,
কষ্টের তার ছিঁড়ে গেছে,ওরে বিষম চিন্তা মন কাঁদে রে।
             কি করিলি হায় আমাকে কাঁদায়,
             ভালোবাসা গড়া  নিঠুর ছলনায়,
আকাশতলে কঠিন ভ্রম মুখোমুখি কষ্টের বাহুডোরে রে,
ওরে আমায় ভাসাস'নে এমন  উত্তাল অমবস্যার সাগরে।

আকাশে চাঁদ হাসে কষ্টে বুক ভাসে,অবুঝ মনের তরে রে,
অন্তর্যামী হাসেন  আমাকে ভালোবাসেন তবু কষ্ট ভিতরে।
             মন ভাঙ্গলী তুই ছলনায়,হাসি মুঁই,
            বিষাদের কবিতারা গাঁথে বুকে সুঁই,
কালো আকাশে নির্ঝরের স্বপ্নভঙ্গ বাতাসে কেমনে বাঁচি'রে,
প্রিয়াতা গভীর ক্ষতের যন্ত্রণা,আর কি'করে সইতে পারি'রে।

মনে ঝড়ো দিনে ভাবি তোমার সনে নিদ্রিতা সুখে আছি'রে
সেতো মনের কল্পনা আঁকা আল্পনা আসলে কি তা হয়'রে।
               প্রিয়া ফিরে আয় সংসার সাজাই,
              ভালোবাসায় জাড়ানো প্রেম কথায়,
জানি তা হবার নয় তবু মনের সুখে ভাবতে কি এমন ক্ষতি'রে
দেখছি তুই অন্যের তরে,সুখের ঘরে,এ খুশি কোথায় রাখি'রে ।

কত অজানারে জানালি মনে প্রেম শেখালি যে প্রেমে কাঁদি'রে
ছিন্নমুকুল আজ ঝরে গেলো দু'কূল ভাবতেই অবাক আমি রে।
               ব্যর্থ মনে আজ হাহাকার তাজ,
              রঙ্গিন প্রেমের কবলে পরে বাঁজ,
মনের চাতক পাখি করজোড়ে ডাকি তুই চলে যা অন্য গ্রহে'রে,
জানি কিছু প্রিয় জন কাঁদবে স্বজন,আমার শূন্যতার অনুভবে'রে।
ও প্রিয়া একবার দেখে যাস,তুলসীপাতা চোখে কেমন আছি'রে ।
                           
রচনাকাল
২৭।০৯।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ০৭/১১/২০১৪
    প্রিয়জন ভালো থাক । আমার না হলে প্রিয় মানুষটার ভালো হোক ।
    সত্যকে স্বীকার করে নেওয়া ভালো। আমার মতে তুলসী পাতা দরকার নেই। বলতেই পারেন ভালো ভালো থাকো। ভালো লেগেছে।
  • মাসুম মুনাওয়ার ০৬/১১/২০১৪
    চমতকার হয়েছে।মুগ্ধ হলাম
  • এনামুল হক মানিক ০১/১১/২০১৪
    সুন্দর লিখেছেন, শুভেচ্ছা রইলো।
  • সোনা যে পুড়লেই বেশী খাটি হয়। ভালো লাগলো আপনার কষ্টের কবিতা।
  • স্বপন শর্মা ৩১/১০/২০১৪
    কেমন যেন সংগীতের একটা তাল লয় পেয়ে যাচ্ছি...
  • আমার মনে হচ্ছে, কবিতাটি অত্যান্ত সুন্দর হয়েছে।
 
Quantcast