ক্ষণিকের অতিথি মোরা
শিমুল শুভ্র
এ মর্ত্যলোকে ক্ষণিকের অতিথি মোরা,
মৃত্যুরা ডাকছে স্বয়ম্বরায়,
এক সেকেন্ডে হতে পারে জীবনের ছুটি
জীবন যাপনের অন্তরায়।
কেন বল মানব,সব আমার, আমার
আসলে কি আছে তোমার?
জীবন খাতায় খোঁজে দেখো মন কি দিলে তুমি
এ সংসারে, কি আছে বিপুল ধরায়।
বৃথা কর কেন এমন অবুঝ আস্ফালন ,
নোংরা বিপ্লবী মন উদ্ধোধনে,
শিব নাম কর,হরি নাম কর,আল্লাহ নাম ধর
ব্রত নিয়ে জীবন সংশোধনে ।
মনে মনে প্রস্তুত থাকো হবে ছুটি এক্ষনি,
সকাশে প্রাণের দৃঢ় মুক্তি মিলবে
দৃঢ় বিশ্বাস রাখো তাঁর প্রতি,
আত্মা দিয়েছেন যিনি।
রচনাকাল
২৮।০৯।২০১৪
ইউ এ ই
এ মর্ত্যলোকে ক্ষণিকের অতিথি মোরা,
মৃত্যুরা ডাকছে স্বয়ম্বরায়,
এক সেকেন্ডে হতে পারে জীবনের ছুটি
জীবন যাপনের অন্তরায়।
কেন বল মানব,সব আমার, আমার
আসলে কি আছে তোমার?
জীবন খাতায় খোঁজে দেখো মন কি দিলে তুমি
এ সংসারে, কি আছে বিপুল ধরায়।
বৃথা কর কেন এমন অবুঝ আস্ফালন ,
নোংরা বিপ্লবী মন উদ্ধোধনে,
শিব নাম কর,হরি নাম কর,আল্লাহ নাম ধর
ব্রত নিয়ে জীবন সংশোধনে ।
মনে মনে প্রস্তুত থাকো হবে ছুটি এক্ষনি,
সকাশে প্রাণের দৃঢ় মুক্তি মিলবে
দৃঢ় বিশ্বাস রাখো তাঁর প্রতি,
আত্মা দিয়েছেন যিনি।
রচনাকাল
২৮।০৯।২০১৪
ইউ এ ই
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাইকুবাদ আলি ০৪/১১/২০১৪পবিত্রতা মানুষের মনে শান্তি আনে। আপনার কবিতায় তেমন ই এক ভাষা দেখতে পেলামষ ভালো থাকবেন।
-
এম আর মিজান ৩১/১০/২০১৪সুন্দর! আআধ্যাত্মিক
-
চূড়ান্ত ৩০/১০/২০১৪ভাই আপনার সাথে আমি মোটেও একমত না। আপনার কবিতায় প্রকাশ পাচ্ছে যে,আপনি একজন ধর্মান্ধ লোক। জীবন সংশোধনের জন্য যা দরকার তা হচ্ছে, অন্তরাত্মার জাগরন আর মুক্তির জন্য দরকার নিজের প্রতি বিশ্বাস।
-
উদ্বাস্তু নিশাচর ৩০/১০/২০১৪বাহ দারুন লিখেছেন। ভাবনগুলো খুব স্পষ্ট। আমার পাতায় আমন্ত্রন রইলো
-
কৌশিক আজাদ প্রণয় ৩০/১০/২০১৪মৃত্যুভাবনা আমাদের ইতিবাচক মানসিকতার পথে ধাবমান করে। এই বোধের যথার্থ প্রতিষ্ঠা আমাকে অনেক বেশী মুগ্ধ করলো কবি তবে বিপ্লবী মন উদ্ভাবনের অদম্যতায় আস্ফালন তো করবেই। এতেই যে নব সৃষ্টির প্রচ্ছদ রচিত হয়। আপনি এটাকে সরিয়ে রাখতে বলেছেন কেন সেটা বোধগম্য হয়নি।
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪কবির আত্মজিজ্ঞাসা কবির মননের পরিচয়।
ভাল লাগল। -
সুরজিৎ সী ৩০/১০/২০১৪বাহ্! বেশ ভালো লাগলো।
-
মোহাম্মদ তারেক ৩০/১০/২০১৪বিভবে মত্ত প্রাণ ভুলে চিরন্তনে.... ছুটির বিষয়টাকে মনে রাখলে এপাড়-ওপাড়ের গুরুত্ব অনুধাবন করা সহজ। ভাল লাগল ভাবনাটা। মর্তলোকে> মর্ত্যলোকে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১০/২০১৪লও তাহার নাম
এই প্রাণ যিনি করছেন দান।
ভালো লাগলো।