www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অ-মানবতা

আমি কি ঘৃণা করব নাকি অভিশাপ দেব?
আমি কি কোলে তুলে নেব অবুঝ মৃত শিশু?
আমি কি যুদ্ধ থামাবো নাকি আগ্নেয় অস্ত্র সরবরাহ করব?
আমি কি কালো পিচের রাস্তা তৈরি করব নাকি রক্ত মুছব?
আমি কি মালালাকে প্রশ্ন করব?
দেখ যাদের শিক্ষা বিস্তারে তুমি গুলিবিদ্ধ আজ তাঁরা নির্বিচারে মৃত লাশ।
তোমার মতই, কি দোষ করেছে ওরা?
আমি কি জাতীসংঘকে হাত ধরে দেখাবো? দেখো ওরা তো শিশু।
হে সারা দুনিয়ার মানুষ তোমরা তো আধুনিকতার স্বর্ণশেখরে আছো,
তোমাদের কি কোন যন্ত্র নাই বিচার করবার, কোনটা মানবতা আর কোনটা অ-মানবতা?
তোমরা কি নিশ্চির্ণ করতে পারনা জানোয়ার গুলোকে?
আমি তো শক্তিহীন আধুনিকতার খোলশ ছাড়া এক রিক্ত মানুষ,
আমার শুধু আছে ঐ ক্ষতবিক্ষত এবং মৃত শিশুদের মত চিৎকার করার ক্ষমতা,
তোমরাও একটু চিৎকার করনা, জেগে উঠনা, দয়া কর ওদের, যুদ্ধ থামাও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অ-মানবিক সুন্দর হয়েছে =D
  • পিয়ালী দত্ত ২১/০৮/২০১৪
    দারুন
  • নাবিক ২১/০৮/২০১৪
    ভালো লাগলো|
  • অসাধারন লাগল।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ২১/০৮/২০১৪
    thanks ay bisoi ti niye lekhar jnno
  • সুশান্ত মান্না ২১/০৮/২০১৪
    কি দারুন
  • ভাল। বেশ ভাল।
 
Quantcast