কেন আমি মৌ মিতা
১
কেন আমি মৌ মিতা
জান কি তুমি তা?
তুমি তো জান-"মিতা",
মিতা- মানে বন্ধু
মৌ মানে মধু
আর আমি তো
তুমি ও হতে পারি!
তাই কি না?
ভাবছ কি করে?
একবার বলতো-
কেন আমি মৌ মিতা।
যখন তুমি বল্লে, তখন
আমার জায়গাটা তুমি নিলে
এভাবেই আমরা সবাই মৌ মিতা
২
চেয়েছি তো জীবনে অনেকেরই মিতালী
কেউ তো এল না,
চোখ তুলে চেয়েছিল একবার দিপালী
ভেবেছিল কি জানি কি কোন কথা!
তারপর কোদিন হল না আর দেখা।
একবার রুপালী বলেছিল দুটি কথা
তার নাকি আছে মনে কষ্ট ব্যথা।
তাই সে তো পারবে না মিতালীতে,
কোন রুপে কোন ভাবে সাড়া দিতে।
কেন আমি মৌ মিতা
জান কি তুমি তা?
তুমি তো জান-"মিতা",
মিতা- মানে বন্ধু
মৌ মানে মধু
আর আমি তো
তুমি ও হতে পারি!
তাই কি না?
ভাবছ কি করে?
একবার বলতো-
কেন আমি মৌ মিতা।
যখন তুমি বল্লে, তখন
আমার জায়গাটা তুমি নিলে
এভাবেই আমরা সবাই মৌ মিতা
২
চেয়েছি তো জীবনে অনেকেরই মিতালী
কেউ তো এল না,
চোখ তুলে চেয়েছিল একবার দিপালী
ভেবেছিল কি জানি কি কোন কথা!
তারপর কোদিন হল না আর দেখা।
একবার রুপালী বলেছিল দুটি কথা
তার নাকি আছে মনে কষ্ট ব্যথা।
তাই সে তো পারবে না মিতালীতে,
কোন রুপে কোন ভাবে সাড়া দিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪আমরা সবাই মৌমিতা। ভালো লাগলো।
-
রামবল্লভ দাস ১৮/০৮/২০১৪দারুন উপস্থাপনা ।