www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আয়েশা নামা- ২

পড়ন্ত রোদে AMC মাঠে কেউ বসতে চায় না। বিকেল যখন হতে থাকে ক্রমশ তরুণ-তরুণীদের হাস্যরসে মেতে উঠে নাফিসা হলের আশপাশ।
সন্ধ‍্যা হলেই নেমে আসে যেন পৃথিবীর সমস্ত আয়োজন।
কত কিসিমের মানুষ এই মাঠে আমি প্রতিদিন একা একা ঘুরে ঘুরে দেখি।

অপরাজিতা ব্লকে মেয়েরা বসে চা খায়, আড্ডা দেয়,
আয়েশার এগুলো ভালো লাগে না।
মাঝে মধ‍্যে জানালার সামনে বসে তাকিয়ে দেখে সে চারপাশ। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত অভিমান নিয়ে বসে থাকে আয়েশা। আয়েশার চুলগুলো শীতল বাতাসে উড়ছে।
তার বান্ধবীরা পার্কে যায়, আড্ডা দেয় ছেলে বন্ধুদের সাথে, আয়েশার তা ভালো লাগে না।

কে জানিত, সদ‍‍্য ভর্তি হওয়া তরুণীরা যেভাবে শহরে এসে নিজের উঠতি যৌবনকে নিয়ে আচমকা মেতে উঠে, আয়েশার কেনই যে তা ভালো লাগে না আমি বুঝিনা।

আয়েশার তার মায়ের কথা মনে পড়ে, ডাইনিং এর খাবার, রাতের শুটকি, আয়েশার
বোকা শিশুর মতো নাফিসা হলের বারান্দায় একাকী বসে থাকা। এভাবেই বসে থাকে আয়েশা
প্রতি সন্ধ্যায়। আমি আয়েশাকে দেখি উপরের দিকে তাকিয়ে, আয়েশা কি আমাকে দেখে?

কলেজ ছুটি দিয়েছে। আয়েশা বাড়িতে যাবে সম্ভবত। নাফিসা হলের বারান্দায় গ্রীলের গায়ে নীল অপরাজিতা গাছটায় পানি দিবে কে?
একটা বন্দোবস্ত হয়ে যাবে নিশ্চয়ই।

আয়েশা আবারো ফিরবে নাফিসা হলে ঈদের পর, আবারো বসে থাকবে বারান্দায় পাখির মতো অভিমান করে। আয়েশা।🖤
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ২০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ৩০/০৬/২০২৩
    অসাধারণ
  • ♥️🌹💓
  • অনেক সুন্দর!
 
Quantcast