www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একি জঘন্য

ও আয় রে তোরা আয়
প্রেমো বৃন্দাদেশে যাই-
সেথায় বিবেকহীনা নাহি পায়,
ও আয় রে তোরা আয় !
বিবেকের দ্বারে শুধু প্রশ্ন কর
সবিতো স্রষ্টার আরাধনায় মগ্ন
কথায় কথায় হয় কেন বিদ্বেষী নগ্ন-
দেখো না চক্ষু মেলে-নৈঃশব্দ
একাকী বিবেকের দ্বারে-
বৃক্ষপক্ষিদের নাই প্রণয় দৈন্য;
ঐ জলসাগর আহা কি ধন্য !
কি ইশারায় বয়ে চলে বন্যা
তবে কেনো আমরা ফানুস-
খলনায়কের চরিত্র মতো
দর্পণ মুখশে শুধুই জঘন্য?




০৭/১২/১৬
======
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুগ্ধতা
  • সোলাইমান ১৩/১২/২০১৬
    ভাল হয়েছে কবিতাটি।
  • শুভেচ্ছা ।
  • শুধুই অবক্ষয়। শুভেচ্ছা
  • ইন্তিখাব আলম ১০/১২/২০১৬
    সুন্দর লাগল।
  • সুন্দর হয়েছে।
 
Quantcast