প্রেম
সুহৃৎ আমারে শুধায় প্রেম ছাড়া থাকো কিভাবে হায় ?
আমি বলি প্রেম হীন আমি নই ,প্রেম ছাড়া বাঁচা দায়।
কারো হৃদয়ে কভু মিলেনি ঠাঁই ,
বিরহ কখনো ছুঁয়ে যায়নি তাই।
তাই বলে আমি প্রেমহীন ?
মিথ্যে কথা, হতে পারি সঙ্গীহীন।
আমি পৃথিবীর আলো বাতাসে আছি।
আমার প্রেম পৃথিবী জুড়ে ,পৃথিবী ঘিরেই বাঁচি।
প্রেম আমার চতুর্পাশে ,
আমি থাকি প্রেমের মাঝে।
সঙ্গীহীনতা মানে প্রেমহীনতা নয়-
নিঃসঙ্গ থাকে সাহসী হৃদয়।
আমি প্রেমে পরি প্রতিদিন প্রতি মুহূর্তে ,
আমার প্রেম ছড়িয়ে আছে তারার মিছিলে।
প্রেম সপেছি অভিমানী নদীর শান্ত স্রোতে ,
রঙিন প্রেম আমার সবুজ বনানী , নীলাম্বর গোধূলির রঙে।
প্রেমের বিস্তৃতি কবিতার ছন্দে ছন্দে,
প্রেম রয়েছে সুরে, রাগ রাগিণীর দ্বন্ধে।
হাতের শেষ মুদ্রা যদি হাসি ফুটায় অন্নহীন প্রাণে,
সেইতো আমার প্রেম যে আমায় টানে।
বাসহীন মানুষের আবাসের সন্ধানে
প্রেম থাকে, প্রেম থাকে সেখানে।
তবুও যদি বলো আমি প্রেমহীন
তবে চাইনা, চাইনা প্রেম কোনোদিন।
আমি বলি প্রেম হীন আমি নই ,প্রেম ছাড়া বাঁচা দায়।
কারো হৃদয়ে কভু মিলেনি ঠাঁই ,
বিরহ কখনো ছুঁয়ে যায়নি তাই।
তাই বলে আমি প্রেমহীন ?
মিথ্যে কথা, হতে পারি সঙ্গীহীন।
আমি পৃথিবীর আলো বাতাসে আছি।
আমার প্রেম পৃথিবী জুড়ে ,পৃথিবী ঘিরেই বাঁচি।
প্রেম আমার চতুর্পাশে ,
আমি থাকি প্রেমের মাঝে।
সঙ্গীহীনতা মানে প্রেমহীনতা নয়-
নিঃসঙ্গ থাকে সাহসী হৃদয়।
আমি প্রেমে পরি প্রতিদিন প্রতি মুহূর্তে ,
আমার প্রেম ছড়িয়ে আছে তারার মিছিলে।
প্রেম সপেছি অভিমানী নদীর শান্ত স্রোতে ,
রঙিন প্রেম আমার সবুজ বনানী , নীলাম্বর গোধূলির রঙে।
প্রেমের বিস্তৃতি কবিতার ছন্দে ছন্দে,
প্রেম রয়েছে সুরে, রাগ রাগিণীর দ্বন্ধে।
হাতের শেষ মুদ্রা যদি হাসি ফুটায় অন্নহীন প্রাণে,
সেইতো আমার প্রেম যে আমায় টানে।
বাসহীন মানুষের আবাসের সন্ধানে
প্রেম থাকে, প্রেম থাকে সেখানে।
তবুও যদি বলো আমি প্রেমহীন
তবে চাইনা, চাইনা প্রেম কোনোদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭অনেক অনেক সুন্দর। ছন্দ নিজের অক্ষমতা প্রকাশ।
-
মধু মঙ্গল সিনহা ২৩/১০/২০১৭খুব সুন্দর!
-
আজাদ আলী ২৩/১০/২০১৭Good romantic poem.
-
আব্দুল হক ২৩/১০/২০১৭ছড়া বেশ সুন্দর!!ধন্যবাদ
-
সাঁঝের তারা ২২/১০/২০১৭সুন্দর