www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্যের স্বপ্ন ও জয়গান

তারুণ্য মানে উম্মাদনা, তারুন্য মানে রহস্যমনা
তারুণ্য মানে রোদেলা দুপুর, ভরা যৌবন
তারুণ্য মানে সফেদ প্রভাত, শিশির ভেজা রাত
তারুণ্য মানে পদ্মার উত্তাল ঢেউ, আনমনা মনের মাঝে কেউ
তারুণ্য মানে হটাত বৃষ্টি, কাক ভিজা ভিজি, পিছে কারো দৃষ্টি
তারুণ্য মানে গাল ভরা হাসি, মাখামাখি, মিছে হাসাহাসি
তারুণ্য মানে টি-শার্টে, জিন্স প্যান্টে, রঙিন সানগ্লাসে হালের ফ্যাশন
তারুণ্য মানে গচ্ছা দেওয়া, অন্যের কিচ্ছা গাওয়া
তারুণ্য মানে ক্ষ্যাপাটে মন, প্রিয়জনের কাছে অন্যায় আবদার ও পণ
তারুণ্য মানে ফুলের বাগানে সদ্য ফূটো ফুল, ফাল্গুনের আগুনে মন
তারুণ্য মানে ভালবাসা বাসি, উন্মাদনায় দুজনে ভাসাভাসি
তারুণ্য মানে খেলায় মজামজি, উচ্ছ্বাসে প্রানের বেলা
তারুণ্য মানে পাথুরে পাহাড়ে প্রানের সঞ্চার, পানির উপরিভাগে লিখন
তারুণ্য মানে বাদকের সেঁতার, গ্রামের পুকুরে অবাধ সাঁতার
তারুণ্য মানে স্বপ্ন সাধনা, কিছু পাওয়ার জন্য আরাধনা
তারুণ্য মানে বৈজ্ঞানিক, নায়ক, গায়ক, খেলোয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি হওয়া
তারুণ্য মানে সুফলা সোনার বাংলা, কিশোরীর আঁকা আলপনা
তারুণ্য মানে বাংলার সর্ব শক্তি, প্রবৃদ্ধি ও সমৃদ্ধি
তারুণ্য মানে বায়ান্নোর রাষ্ট্রভাষা সংগ্রাম, উজ্জীবিত প্রানের নব জীবন
তারুণ্য মানে একাত্তরের যুদ্ধ জয়, প্রাণোদ্দীপ্ত বাংলাদেশ, অমর বীর মুক্তি যোদ্ধা
তারুণ্য মানে কল্পনার ক্যানভাসে আঁকা, সর্বদা হাসিমুখি রাজকন্যা ও রাজার রাজত্ব !

###রেজাউল_আবেদীন। রচনাকালঃ রোজ- শুক্রবার, রাত ১১:২৬ , ০৬/০৫/২০১৬ ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তারুণ্য মানে এত কিছু জানা ছিল না।
    • রেজাউল আবেদীন ২৪/০৫/২০১৭
      ধন্যবাদ আপনাকে।
  • আতাম মিঞা ২৩/০৫/২০১৭
    দারুণ কবিতা।খুব ভালো লাগলো।
 
Quantcast