www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবুও তুমি এলে না

সেই কবে তুমি এসেছিলে,
এ মধু নগরে,
মধুপুরে।
মনের গগণটা নীল ছিল,
সবুজ মাঠের বুক চিঁড়ে
গজিয়েছিল কঁচি
যবের দানা।
মৌমাছির গুঞ্জনছিল
সরষে ফুলে,
আমের মুকুল উঁকি দিয়েছিল,
আম্রডালে।
অরুণ রঙে রাঙাছিল,
কঁচি আনারস।
বাতাবি ফুলের ঘ্রাণে উন্মাদ ছিল,
দখিনা সমীরণ।
বসন্তে মনমৌচাকে,
জমেছিল মধু,
তুমি এলে না।
বসন্তও পেরিয়ে গেল,
মধুমাস গ্রীষ্ম এলো,
তবুও তুমি এলে না ।
তুমি এলে বরষায়,
একরাশ দুর্বৃত্ত নোনাজল নিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুরাদ হোসেন ২৩/১০/২০১৫
    খুব সুন্দর
  • দ্বীপ সরকার ২২/১০/২০১৫
    ঝাক্কাস।
  • রাশেদ খাঁন ২১/১০/২০১৫
    তবুও সে এলো
  • ঋজু কবি ২১/১০/২০১৫
    বেশ অপূর্ব লেখনী ।
  • এম এস সজীব ২১/১০/২০১৫
    GOOD
  • শরীফ আহমেদ ২০/১০/২০১৫
    তুমি এলে বরষায়
    একরাশ দুর্বৃত্ত নোনাজল নিয়ে"
    অসাধারণ!
  • মাহাদী সাগর ২০/১০/২০১৫
    সুন্দর লিখেছেন।
  • শমসের শেখ ২০/১০/২০১৫
    কবি অনেক ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।
  • নির্ঝর ২০/১০/২০১৫
    ভালো লাগলো
  • Md. Ashik Hossain Rone ১৯/১০/২০১৫
    অসাধারণ
 
Quantcast