www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবলোকন

দেখি চুপচাপ মানুষের খেলা
সাদা-কালো,ভালো-মন্দ,মানুষের খেলা
এই নগরী,এই জনপদ-এই এখানে
চলে রোজ শত খেলা,জয়-পরাজয়ের খেলা।

দেখি রোজ রোজ মানুষের খেলা
নীরবে চুপিসারে শত মানুষের ছলাকলা
স্বার্থপরতা-উদারতা মিলেমিশে একাকার
কারো ভাগ্য প্রসন্ন,কারো জোটে অবহেলা।

দেখি অবলীলায় মানুষের খেলা
কেউ শুধু খাবে, অপরকে দিয়ে জ্বালা
কারো ঘর শুন্য,উপচে পরছে কোথাও
দুনিয়ায় চলছে নানান রঙের ছলাকলা।

দেখি অহরহ নীরবে মানুষের খেলা
নেতা-নেত্রীর দৌঁড়ঝাপ,দম্ভভরে পথচলা
ভাবে না কেউ ,সবকিছুর শেষ আছে
কে জানে কখন ফুরায় কার বেলা।
৩১.০৮.২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোলাগলো 🌸
  • ভাল।
  • ফয়জুল মহী ১৫/০১/২০২১
    মাধুর্যভরা সৃজন ,
    বিমুগ্ধতা অন্তহীন।
 
Quantcast