পর্দার আড়াল
খোলা জানালা দিয়ে সূর্যের আলোর উন্মুক্ত
প্রবেশ করে,আলোকিত হয় ঘর,আলোকিত হয় ঘরের প্রতিটি উপাদান।
চাঁদরবিহীন বিছানা,খোলা ডাইরির পাতা,
কলমের ক্যাপটা এখনো বন্ধ করা হয়ে উঠেনি।
বুক সেলফে জমেছে রাজ্যের সব ধুলো।
ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলো অবলায় পড়ে আছে।
দেয়ালের মানচিত্র ফ্যাকেসে চোখে তাকিয়ে আছে।
শুন্যতার হাহাকার তাদের পেয়ে বসেছে।
কোথাও যেন কী নেই!
হ্যাঁ,আমি নেই।
"তোরা কী ভাবছিস?
আমি কেন চলে গেলাম তোদের ছেড়ে? কী করব বল?
চিরন্তন সত্যকে ত্যাগ করার ক্ষমতাটুকু
যে আমার নেই!"
ঐ দিকে তাকালে এখন আর চোখ জলে ছলছল
করে না।
বুকের ভেতরের কষ্টটাকে বহু আগেই দুর দুর
করে তাড়িয়ে দিয়েছি।
স্বপ্নগুলো আর আগের মত ধরা দেয় না।
সব কিছুই অপূর্নতার মায়াজালে আবদ্ধ থেকে যায়।
বিভ্রমতায় হারাই না বারেবার।
তন্দাচ্ছন্ন চোখে অবলকোন করা হয় না সেই
না দেখা দৃশ্যগুলো।
হাজারো কোলাহলের মাঝে নিজের বিন্দু পরিমাণ
ঠাঁইয়ের জন্য এখন আর চেষ্টা করি না।
আর করবই বা কেন?
আমি যে এখন বিলীন হয়ে গেছি!
বিলীন সত্ত্বার মানুষ কখনো সম্মুখ স্থান লাভ
করতে পারে না,থেকে যায় পর্দার আড়ালে.....
প্রবেশ করে,আলোকিত হয় ঘর,আলোকিত হয় ঘরের প্রতিটি উপাদান।
চাঁদরবিহীন বিছানা,খোলা ডাইরির পাতা,
কলমের ক্যাপটা এখনো বন্ধ করা হয়ে উঠেনি।
বুক সেলফে জমেছে রাজ্যের সব ধুলো।
ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলো অবলায় পড়ে আছে।
দেয়ালের মানচিত্র ফ্যাকেসে চোখে তাকিয়ে আছে।
শুন্যতার হাহাকার তাদের পেয়ে বসেছে।
কোথাও যেন কী নেই!
হ্যাঁ,আমি নেই।
"তোরা কী ভাবছিস?
আমি কেন চলে গেলাম তোদের ছেড়ে? কী করব বল?
চিরন্তন সত্যকে ত্যাগ করার ক্ষমতাটুকু
যে আমার নেই!"
ঐ দিকে তাকালে এখন আর চোখ জলে ছলছল
করে না।
বুকের ভেতরের কষ্টটাকে বহু আগেই দুর দুর
করে তাড়িয়ে দিয়েছি।
স্বপ্নগুলো আর আগের মত ধরা দেয় না।
সব কিছুই অপূর্নতার মায়াজালে আবদ্ধ থেকে যায়।
বিভ্রমতায় হারাই না বারেবার।
তন্দাচ্ছন্ন চোখে অবলকোন করা হয় না সেই
না দেখা দৃশ্যগুলো।
হাজারো কোলাহলের মাঝে নিজের বিন্দু পরিমাণ
ঠাঁইয়ের জন্য এখন আর চেষ্টা করি না।
আর করবই বা কেন?
আমি যে এখন বিলীন হয়ে গেছি!
বিলীন সত্ত্বার মানুষ কখনো সম্মুখ স্থান লাভ
করতে পারে না,থেকে যায় পর্দার আড়ালে.....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৮/২০১৪বাহ দারুন লিখেছেন। ভাল লাগল। আমার নতুন উপন্যাসে আমন্ত্রন।
-
ইলিয়াস আহমেদ ২৬/০৮/২০১৪ভালো লাগলো ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৮/২০১৪চমৎকার লিখেছেন। ভাল লাগল। আমার নতুন উপন্যাসে আমন্ত্রন রইল।