তুমি কি সেই
তুমি কি সেই প্রভাতের রাঙা আলো যার উষ্ম স্পর্শে ঘুম ভাঙে,
তুমি কি নিশিথ আঁধারের সেই ধ্রুব তারা যাকে দেখে উল্লাসিত হই,
হাজার বছরের প্রতীক্ষায় আছি যার,
তুমিই কি সেই?
তুমি কি নিকুঞ্জের সেই ভ্রমর যার পিছনে অনন্তকালের স্তুপকৃত স্বপ্ন ছুটে বেড়ায়,
তুমি কি নীলাভ জলের সেই প্রতিচ্ছায়া যার হাসিতে ঝরে জোত্স্নার আলো,
যার চোখের পাতায় মিশে থাকে রঙিনের চিত্কার,তুমিই কি সেই?
তুমি কি সেই অচিনের স্বপ্ন যার হাতছানিতে খঞ্জরিত হই আমি,
তুমি কি সেই যার অস্তিত্বের থাকে মালয় পাহাড়ের ঐ হারানো রুপ,
আজ্ঞাবহ এ শূন্য হৃদয় যার অপেক্ষায়,তুমি ই কি সেই?
শুনছ কী এ চিত্কার,ক্রন্দনের জয়ধ্বনি?
তুমি আসলেই অচেনা সেই অভিমানি!
তুমি কি নিশিথ আঁধারের সেই ধ্রুব তারা যাকে দেখে উল্লাসিত হই,
হাজার বছরের প্রতীক্ষায় আছি যার,
তুমিই কি সেই?
তুমি কি নিকুঞ্জের সেই ভ্রমর যার পিছনে অনন্তকালের স্তুপকৃত স্বপ্ন ছুটে বেড়ায়,
তুমি কি নীলাভ জলের সেই প্রতিচ্ছায়া যার হাসিতে ঝরে জোত্স্নার আলো,
যার চোখের পাতায় মিশে থাকে রঙিনের চিত্কার,তুমিই কি সেই?
তুমি কি সেই অচিনের স্বপ্ন যার হাতছানিতে খঞ্জরিত হই আমি,
তুমি কি সেই যার অস্তিত্বের থাকে মালয় পাহাড়ের ঐ হারানো রুপ,
আজ্ঞাবহ এ শূন্য হৃদয় যার অপেক্ষায়,তুমি ই কি সেই?
শুনছ কী এ চিত্কার,ক্রন্দনের জয়ধ্বনি?
তুমি আসলেই অচেনা সেই অভিমানি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৮/২০১৪অসাধারন অনুভুতিময়। ভাল লাগল।
-
একনিষ্ঠ অনুগত ২৬/০৮/২০১৪বাহ... দারুণ লেখা।
-
নাবিক ২৫/০৮/২০১৪চমৎকার কবিতা
-
শিমুদা ২৫/০৮/২০১৪খুব সুন্দর তুমি কি সেই। যেমন কবিতার বর্ণনা তেমন উপমা। ভাল লেগেছে ।
-
পিয়ালী দত্ত ২৫/০৮/২০১৪খুব ভাল
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৫/০৮/২০১৪oviman jore porse!! valo laglo
-
শিমুল শুভ্র ২৫/০৮/২০১৪বেশ চমতকার লাগলো কবিতাটি ।