✍ ভালবাসার নীলপ্রহর ✍
তুমি দিবে ব্যথা আর কতো
ইতিমধ্যেই হয় ব্যাপক আহত,
প্রেমের অগ্নিশিখায় মরে যাই যদি
আমি কখনো, তুমি চাহো তো,
করবোনা একটুকু উঁহু আর আহও তো।
মন জুড়ে কি করে যে প্রেম এলো কথিত,
মানব সত্তার সবখানে তুমি হলে প্রোথিত,
তোমাকে ছাড়া রইলোনা আর কোন গতি তো।
তোমায় না পাবার দুঃসহ যন্ত্রণা সহি তো,
বেদনার নীল রঙ রক্তেতে বহিত,
এ জীবনের স্পন্দন হলে হোক রহিত।
এপিটাফে থাকনা লেখা শায়িত,
বুভুক্ষু ভালোবাসা একজন চাহিত,
হেরে গেছে স্বেচ্ছায়, কেউ নয় দায়ী তো।
হৃদয়টা হচ্ছে আমার বিষাদ সিন্ধু,
ভালবাসায় ঝরছে রক্ত বিন্দু,
নীল নক্ষত্র. আমি ভালবাসার যাত্রী।
খুন হয়ে যায় আমার নিশি রাত্রি,
কেউ কি তোরা কোথাও আছিস,
থাকলে আমায় ভালবাসিস।
এর আগেই আমি এসে ছিলাম,
ভালবেসে কতো গেলাম,..
আমি নিজেই ভালবাসার যাত্রী,
খুন হয়ে যায় আমার রাত্রি।
ইতিমধ্যেই হয় ব্যাপক আহত,
প্রেমের অগ্নিশিখায় মরে যাই যদি
আমি কখনো, তুমি চাহো তো,
করবোনা একটুকু উঁহু আর আহও তো।
মন জুড়ে কি করে যে প্রেম এলো কথিত,
মানব সত্তার সবখানে তুমি হলে প্রোথিত,
তোমাকে ছাড়া রইলোনা আর কোন গতি তো।
তোমায় না পাবার দুঃসহ যন্ত্রণা সহি তো,
বেদনার নীল রঙ রক্তেতে বহিত,
এ জীবনের স্পন্দন হলে হোক রহিত।
এপিটাফে থাকনা লেখা শায়িত,
বুভুক্ষু ভালোবাসা একজন চাহিত,
হেরে গেছে স্বেচ্ছায়, কেউ নয় দায়ী তো।
হৃদয়টা হচ্ছে আমার বিষাদ সিন্ধু,
ভালবাসায় ঝরছে রক্ত বিন্দু,
নীল নক্ষত্র. আমি ভালবাসার যাত্রী।
খুন হয়ে যায় আমার নিশি রাত্রি,
কেউ কি তোরা কোথাও আছিস,
থাকলে আমায় ভালবাসিস।
এর আগেই আমি এসে ছিলাম,
ভালবেসে কতো গেলাম,..
আমি নিজেই ভালবাসার যাত্রী,
খুন হয়ে যায় আমার রাত্রি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান রাফি ০৩/০২/২০১৬খুব ভাল লীখনী...
-
ধ্রুব রাসেল ০৩/০২/২০১৬বেশ ভাল লাগল
-
হরেকৃষ্ণ দে ০২/০২/২০১৬একটা লাইন মনে এলো"ভালোবাসার বেদনাতে ক্ষত বিক্ষত হোক ঝরুক অশ্রু নিরবধি,সে ব্যথা হতো ভালো"।
ভালোবাসাই তো পারে নতুন দিনের সুচনা করতে।সে তা যতো কষ্টের হোক।
সুন্দর লেখনি ও ভাবাবেগ ।ভালো লাগলো।শুভেচ্ছা নিবেন। -
বিদ্রোহী ফাহিম খান ০২/০২/২০১৬ভালো লাগলো॥ শুভেচ্ছা॥