www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিলিয়ে দেই

শরতের এই পড়ন্ত বিকেলে নদীর তীরে হাঁটতে হাঁটতে দেখি বালিহাঁস উড়ছে । কিচিরমিচির শব্দ হচ্ছে । আহ! কী সুন্দর ! অপরুপ দৃশ্য ।
হীমেল বাতাস শিহরণ দিয়ে যাচ্ছে । তারুণ্যের পদচারণায় কোলাহল বাড়ছে । সবাই এদিক ওদিক ঘুরছে । ঝালমুড়ি , চটপটি খাচ্ছে । কেউ আবার পাপনভাজা খাচ্ছে । কেউ রং চায়ে চুমুক দিয়ে মিতালী গড়ছে । বাহ! খুবই ভাল লাগছে ।
এই যে নদীর তীরে একে অপরের মিতালী , ভ্রাতৃত্ববোধ । একসাথে থাকা খাওয়া আবার সেলফি করা । এই যে সৌন্দর্যের প্রকাশ দেখা যায় । কিন্ত পরক্ষণে যখন এখান থেকে বিচ্ছিন্ন হই নিজের বাসাবাড়িতে যাই তখন কেন সুন্দরভাবে থাকতে পারি না । ঝগড়াঝাটি করি । ব্যবহার খারাপ করি । কেন ? তা করি । সুন্দর বিকশিত করতে পারি না ?
সুখের অমীয়সুধা কি বিলিয়ে দিতে পারি না ?
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লেখনী সুপাঠ‍্য
  • রুনা লায়লা ২৭/০৯/২০১৭
    সুন্দর লিখেছেন !
  • ফয়েজ উল্লাহ রবি ১৩/০৯/২০১৭
    ভাল লিখেছেন।
 
Quantcast