www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিকোষকালো অন্ধকার

বিশ্বব্রক্ষান্ডে এমনই কিছু
দুশ্চরিত্র সন্তান আছে,
শিক্ষিত তরুন-তরুনী, কিংবা
অশিক্ষিত যুবক-যুবতী
বর্তমান বেঁচে কিংবা অতীতে গত হয়েছে,
যারা বঞ্চিত তাদের পিতার আদর থেকে
মায়ের চুম্বন থেকে বিচ্ছিন্ন, অবহেলিত।
অভিসপ্ত জীবন অমাবস্যার অন্ধকারে আচ্ছন্ন।

তারা কোনদিন বিজলীর মত,
ঝলসে উঠবেনা ফলপ্রসুভাবে,
উদিয়মান-দীপ্তমান বিশাল নীল আকাশে।
তারা কখনই সমুদ্রের মত,
গর্জন করবেনা বজ্রকঠিন স্বরে,
সমাজ-সংসার তথা মানুষের কল্যানে।

পাখির ফেলে যাওয়া পালকের মতো
ঝরে যাবে সকল সম্ভাবনাময় স্বপ্ন,
তাদের সোনালী-রূপালী অতীত,
বর্তমান আর ভবিষ‌্যতের
মূল্যবান পান্ডুলিপিতে হবে না লিপিবদ্ধ।

মড়া পাতার মত মূল্যহীন জীবন
অচেনা গল্পের মতো হারিয়ে যাবে
চোখের সামনে দুলবে অপমৃত‌্যুর পরোয়ানা
ঘুমন্ত কিংবা জাগ্রত স্বপ্নে
বেড়ালের চোখের মত লাল আগুন
তাদের চোখে জ্বলবে
বন্ধ‌্যা সময়ে চেনা শব্দগুলো
আরও অচেনা হয়ে যাবে
নিকোষকালো অন্ধকারে ছেয়ে যাবে
তাদের অনাগত ভবিষৎ আরও অন্ধকারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভাল লাগলো।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৮/০৮/২০১৪
    onek valo hoiase
 
Quantcast