www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বঙ্গবন্ধু তুমি

বঙ্গবন্ধু তুমি
মোঃ রায়হান কাজী
-------------------
বঙ্গবন্ধু আমি তোমায় দেখিনি ,
তবে তোমার রক্তময়ি ভাষন শুনেছি।
তোমার কিছু পদচিহ্ন পড়া জায়গায় গিয়ে
সে খানের ধূলো গায়ে মেখেছি।
তর্জুনি উঁচু করে দেওয়া ভাষণে,
লাখ মানুষের স্রোতের ঢল পর্দায় দেখেছি।
তোমার এক কথায়,
লাখ মানুষ জাগ্রত হওয়ার শক্তি পেয়েছিল।
তোমার গর্জন শুনে,
মুখরিত হয়েছিল এই বাংলার মাটি।
শুরু হয়েছিল বাংলার বুকে
নতুন করে ইতিহাস রচনা করার যাএা।
আকাশ বাতাসে বহিয়াছিল তোমারি উক্তি।
দুর্বার গতিতে ঝাপিয়ে পড়েছিল
পাক হানাদার বাহিনীদের উপর।
এিশলক্ষ শহীদের রক্তে
প্লাবিত হয়েছিল বাংলার বুক।
তোমার জ্বালাময়ি ভাষণের কারণে
আজ আমরা পেয়েছি স্বাধীনতা।
আজ আমরা পেয়েছি মাতৃভাষা।
তুমি রবে ততদিন যতদিন রবে এই বাংলা।
তোমায় ভুলবেনা এদেশের মানুষ এদেশের প্রকৃতি।
তোমার পদধ্বনি পেয়ে
আজ গর্বিত সমগ্র বাঙালি।

জন্ম শতবর্ষ উপলক্ষে তোমায় জানাই
আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পি পি আলী আকবর ২৪/০৬/২০২০
    ভালো
  • সুন্দর-ভাবনা।
 
Quantcast