www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রণয়

জোনাক জ্বলা রাত
পূর্নিমার ঐ চাঁদ
শিশির ভেজা লতা পাতায়
মিটলো মনের স্বাদ।
নিবু নিভু তারা জ্বলে
চাদেঁর মধ্য দাগ
চাদঁটা যখন মেঘে ডাকে
লাগে একটু রাগ।
তিমিরে ঐ হাত পাখা মেলে
কে বা দিল নেড়ে
ভালোবাসার অটুট বন্ধন’
কেবা বুঝতে পারে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জয় ৩১/০৫/২০১৬
    যেটা বাঙ্গাল ভাষায় বলা হয় ওটা লিখবেন না , প্রকৃত বাংলা লেখার অভ্যাস করুন ।
  • ধ্রুব রাসেল ২০/০২/২০১৬
    জোনাক জ্বলা রাত। অথচ গুণকীর্তন করেছেন চাঁদের। আর অনেকগুলো বানানে ভুল আছে। যেমন:
    চাদ, চাদঁ- চাঁদ
    বুজতে- বুঝতে
    নেরে- নেড়ে
  • মোঃ মুসা খান ২০/০২/২০১৬
    bul gulu doriye deyar jonno donnobad
    a bar dekben
  • ভাই ভুল গুলো সম্পাদনা করুন।
  • অভিযান পাল ১৯/০২/২০১৬
    বাংলা কবিতার নাম ইংরাজীতে কেন ? "ভালোবাসা" বা প্রেম বা প্রণয় দিলে কী অর্থান্তর হত ?
    মাত্র ১২ টি পঙক্তি । এই ১২ পঙক্তিতে ১০টি স্পেলিং মিস্টেক আছে ।
    আশা করি ওগুলো স ম্পাদনা করে নেবেন । ধন্যবাদ ।
 
Quantcast