www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সৃষ্টি সুখের উল্লাসে

আজ আমার হৃদয় জুড়ে নদীর মত উল্লাসে ঢেউ তোলে
সব দুঃখ ভুলে থাকছি বসে নিজের মনের দ্বার খুলে,
আসবে তুমি মনের ঘরে, কেমন করে কোন পথে ?
থাকছি তোমার পথ চেয়ে হিয়ার মাঝে সুর তুলে ।

আজ আমার আকাশ জুড়ে উল্লাসে পাখির ডানায় উড়ে উড়ে প্রাণ হাসে
মেঘের কোলে রোদ উঠে ঐ নীল আকাশে চাঁদ হাসে
সুখের ক্ষণে চোখের কোনে বিষণ স্রোতে বুক ভাসে
ঢেউ তোলে ঐ ঢেউ তোলে, হৃদয় জুড়ে নদীর মত ঢেউ তুলে
স্রোতের মাঝে দিচ্ছি ছেড়ে দুঃখ ব্যাথা প্রাণ খুলে ।

আজ আমার সৃষ্টি সুখের উল্লাসে মুখ হাসে আর চোখ হাসে
সবুজ ঘেরা মাটির বুকে চারপাশে, তরুলতা ফুল পাখি আর গাছ হাসে
চৈত্র মাসে বিষণ খরায় মরুর বুকে ঝিলমিল ঝিলমিল রৌদ হাসে
তোমার প্রাণে পথ চেয়ে, খুব খুশিতে বুক ফাটে আর মুখ হাসে
থাকছি বসে দ্বার খুলে, মনের ঘরে প্রেম তুলে সৃষ্টি সুখের উল্লাসে ।

আজ আমার শুন্য হৃদয় পূর্ণ হবে এই খুশিতে প্রাণ হাসে
হৃদয় খরায় বইবে জোয়ার অঙ্গ দেহে ঢেউ তুলে
বৈঠা হাতে বাইছি নৌকা প্রেম নদীতে হাওয়ায় দুলে পাল তুলে
মনের খাতায় লিখব এবার সব কবিতা প্রাণ খুলে,
ঢেউ তুলে ঐ ঢেউ তোলে মনের ঘরে প্রেম যমুনায় ঢেউ তোলে
আসবে তুমি মনের ঘরে, কেমন করে কোন পথে ?
থাকছি তোমার পথ চেয়ে হিয়ার মাঝে সুর তুলে
প্রাণ হাসে আর চোখ হাসে, তোমায় নিয়ে গড়বো জীবন সৃষ্টি সুখের উল্লাসে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast