www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে ভাবাটা আমার নেশা

যেন ঘিয়ে ভাজা ফুলকো লুচি আলু-পটলের ডালনা মেখে মুখে পুরে দিলে,
তুমি যেন এমন
জিহ্বার এক সুতো উপরে ধরে রেখেছো তুলতুলে বার্গারটা, খেয়ে ফেললেই স্বাদ শেষ;
তুমি যেন এমন।
সরষে ইলিশের ঘ্রাণে জল ভর্তি মুখ, কাসুন্দি আর পোস্ত বাটা, আচার তেঁতুলের,
তুমি যেন এমন।
ফ্রিজে জমে যাওয়া পায়েস আয়েস করে খাওয়া শীতের সকালে, ছোট বেলার ভাবনা; ডালপুরির ভিতরে ডাল এল কী করে? উত্তর তোমাকে দেখে পেলাম,
তুমি যেন এমন।
ঝাল মুড়ির মসলাটা, তোমাকে ভাবনাটা
আমার নেশা,
তুমি যেন এমন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৯/১২/২০১৬
    মায়া মমতায় জড়াজড়ি করি
    মোর গেহখানি রহিয়াছে ভরি,
    এখন সে মায়া মমতা আর নাই
  • মন্তব্য করব তবে আরো ভাবতে হবে।
  • এন.আফরিন ২৩/১০/২০১৬
    খবার বস্তু তুমি কেমনি! :p
 
Quantcast