www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথের খবর

শুয়ে আছে পথ দীর্ঘকাল, বিস্তৃত ঠিকানাহীন পরিসর
পথিকের জন্য বক্ষ পেতে। সুখ-দুঃখের মন, তারও
আছে অন্তর, কারো হাসি মুখ দেখে হাসে সে,
কাঁদে দুঃখ দেখে। চির-অস্থির পথ
ভাবে সকলের কথা, রোজদিনের মতো
পারবে কি সইতে সবার ভার আগামীকালও? প্রতিদিন
কতজন চলে যায় তার গা বেয়ে দিনে-রাতে
নিরন্তর আপন সংকীর্ণ স্বার্থে, কিন্তু কেউ
করে কি অনুভব পথের ব্যথা, রাখে কি তার হৃদয়ের খবর?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এগিয়ে যাক কবিতা। আলো আসুক ।।
  • সুশান্ত বিশ্বাস ২১/০৮/২০১৭
    খুব ভালো লেগেছে
  • অর্ক রায়হান ২১/০৮/২০১৭
    সুন্দর।
  • আবু সাইদ লিপু ২১/০৮/২০১৭
    কেউ করে না?
  • সমির প্রামাণিক ২১/০৮/২০১৭
    খুব সুন্দর।
    শুধু, পথ সম্বন্ধে কটা কথা যোগ করতে চাই।
    পথ, তুমি শুধু সামনের পানেই নিয়ে চলো আমায় / পিছন পানে কত কিছু ফেলে এলাম/ মিলতে চাই যে আবার, তাদের সাথে / তবু, হায়!তুমি শুধু এগিয়ে দাও/ শুধুই সুমুখ পানে আমায়/ -নির্দয়ের মতো।
  • সুন্দর!
  • কে. পাল ২১/০৮/২০১৭
    ভাল
  • জানে গঙ্গা কেনো কাতরাই
    দেহে মঙ্গা জানে আত্রাই
    পথের খবর নিতে গিয়ে মরুভূমিতে সাঁতরাই।
 
Quantcast