www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হটাও দুর্নীতি

জীবনকে যতই ভালো পথে নিতে চায়
সততার ততই হানি হয়,
দুর্নীতির চরম শিখরে আজ প্রতিটি সমাজ
শুধুই নির্যাতনের ভয়।

নিজ জমিতে নিজের অর্থে স্থপতির নির্মাণ
তবুও দিতে হবে চাঁদা,
পাড়ার ছেলেরা নতুবা নানান হুমকি দিবে
কাজে দিবে নানান বাধা।

সরকারি বলো আর এনজিও-ই বলো
চাকুরী পাওয়া বড় দায়,
যোগ্যতা আছে,অভিজ্ঞতাও আছে তোমার
ঘুষের অর্থ তবু চায়।

অর্থের প্রয়োজনে অাপন ভাইয়ের নিকট
নিতে গেলে তুমি ধার,
সময়সীমা দিবে, টাকা ফেরৎ দিতে হবে
সাথে নির্দিষ্ট সুদের হার।

আজ এই দেশ তথা বিশ্বটাই যেন চলছে
দুর্নিতির কালো চাকায়,
কবে মুক্তি পাবে বিশ্বকুলের মানব সাধারণ
কবে পাবে শান্তির উপায়?

বলিষ্ঠ হাতে রুখতে হবে এই দুর্নিতিকে
আত্মশক্তি নিয়ে সবার মনে,
দুর্নিতির মুল ভেঙ্গে ফেলতে হলে আগে
প্রতিরোধীভাব জাগাও জনমনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পল্লব ০৬/০৫/২০১৪
    খাঁটি কথা বলেছেন, আজ কারও সাতে-পাঁচে না থেকে নিজের মতো শান্তিতে চলতে গেলেও নির্যাতনের ভয় থেকে বাঁচা যায় না। চারপাশের এই দুর্নীতির কালো থাবা থেকে ছাড় পেতে গেলে বলিষ্ঠ হাতেই একে সবাই মিলে রুখতে হবে।
  • এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪
    sundor laglo
 
Quantcast