www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অজানার দ্বীপান্তরে

অজানার দ্বীপান্তরে
--কিশোর কারুণিক

আমার স্বপ্নটা খুববেশি বড় ছিল না
ছিল সাদামাটা জীবন যাপন
ছিল কিছুটা চিত্ত সুখ;

প্রতিপদে বাধা বিপত্তিতে
স্বপ্নগুলো কাটছাট করতে করতে
আজ দিনে একবেলা উপোষ যাপন।

কাউকে কথা দিয়ে
না রাখতে পারার যন্ত্রনা,
সারাক্ষণ কী যেন হারানোর ভয়ে
বুকের ভেতরটা মাঝে মধ্যে আতঁকে উঠে।

জীবনটা কেমন হলে মানুষ ভাল থাকতে পারে ?
তা অনেক দিন আগেই ভুলে গেছি
এখন সাজান গোছান বালাই নেই
আছে হতাশা, আশাহীনতা
আর নীল আকাশের পানে চেয়ে থাকা।

এভাবে সময় যায় দিন হয় রাত যায়
কিছু সময়ের জন্যে কখনো কখনো
কিছু পাওয়া বেঁচে থাকতে প্রেরণা জোগায়।

জীবনটা হতে পারতো রনাঙ্গন
বোমার ্বাঘাতে ক্ষতবিক্ষত শরীর,
হতে পারতো নীল আকাশ
ঝাউবন, শীতর সমীরণ
মিশরের পিরামিড, আরবের মরুভূমি
জীবনানন্দের কবিতার বাক্য মালা
কোকিলের কণ্ঠের সুমধুর কুহুর্কুহু
বাঁশ বাগানের মাথায় চাঁদের হাসি
শঙ্খনীল, র্দূব্বাঘাস
বিপ্লবীর স্লোগান, প্রেমিকের মিষ্টি হাসি।

আসলে স্বপ্নটা এখন আর আমার নেই
এখন আমি স্বপ্ন দেখতে পাই
অন্যের হাসিতে, কৃষকের চাষেতে
বাউলেরর উদাস চোখে
কবির লেখনীতে
আমার প্রিয় মানুষের ব্যতি ব্যস্ততায়
সভ্যতায় প্রিয় স্বদেশের আঁকে বাঁকে।

খুব জানতে ইচ্ছা করে
কীভাবে স্বপ্নগুলোকে নিজর করে নিতে হয়,
আমার স্বপ্নটা খুববেশি বড় তো ছিল না
ছিল সাদামাটা জীবন যাপন
ছিল কিছুটা চিত্ত সুখ
যা এখনো দুরাশার জ্বালে
আষ্টেপিষ্টে জড়িয়ে গেছে
অজানার দ্বীপান্তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কৃশানু মাইতি ৩০/০৬/২০১৫
    খুব সুন্দর লাগলো।
  • lekhar seshe valo laga rekhe gelam
  • T s J ২৮/০৬/২০১৫
    সুন্দর হয়েছে
  • মোবারক হোসেন ২৮/০৬/২০১৫
    সাপের মনি মানিক,আর মানুষের মনি হল মানিক।
    ধন্যবাদ ।
  • জহরলাল মজুমদার ২৮/০৬/২০১৫
    ভাল
 
Quantcast