হৃদয়েতে
হৃদয়েতে
--কিশোর কারুণিক
রাত জাগা পাখি
ঝরা ফুল
মন মরা
দিশাহীন পথিক
হারানো সুর
তোমাকে খোঁজে দিগন্তে থেকে দিগন্তে
যে কথা মন রাঙাল
যে প্রেমিক প্রেম জাগাল
ভালবাসার দ্বীপ শিখায় সব আলো হয়ে গেল
মেঠো পথ শিশির ভেজা ঘাস কাশবন
নদীর দু’ক’ল গহীন বনে গহীন কোণে
খুঁজেছি তোমায় নিজেকে করেছি সমর্পন
কোথায় গেলে তুমি?
অবশেষে বুঝতে পারি
তুমি তো আছো আমার হৃদয়েতে
--কিশোর কারুণিক
রাত জাগা পাখি
ঝরা ফুল
মন মরা
দিশাহীন পথিক
হারানো সুর
তোমাকে খোঁজে দিগন্তে থেকে দিগন্তে
যে কথা মন রাঙাল
যে প্রেমিক প্রেম জাগাল
ভালবাসার দ্বীপ শিখায় সব আলো হয়ে গেল
মেঠো পথ শিশির ভেজা ঘাস কাশবন
নদীর দু’ক’ল গহীন বনে গহীন কোণে
খুঁজেছি তোমায় নিজেকে করেছি সমর্পন
কোথায় গেলে তুমি?
অবশেষে বুঝতে পারি
তুমি তো আছো আমার হৃদয়েতে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আর. কে. (র্নিবাক আমি) ২৬/০৬/২০১৫ভাল লেগেছে ।
-
মোবারক হোসেন ২৬/০৬/২০১৫খুজার জন্যই আমরা পিছন ফিরি।ধন্যবাদ কবি।