www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি স্মৃতিবহ রাত

অনেক দিন পূর্বে....
এক রোদ্র উজ্জল দিবসের শেষে
চিরায়ত আবেশে,
আলোর অহংকার করে চুরমার
প্রকৃতি জুড়ে নামল আধার;
ক্রমান্বয়ে কালিমার আস্তরণে ঢাকা পড়ল সংসার।

তারপর,
নিশার আগম বার্তা রটল,
সন্ধ্যা তারা জ্বলে উঠল।
আধারের বুকে নিজেদের রাজত্ব;
কায়েম করতে জোনাকিরা হলো মত্ত।

সেই নিশিতে.....
অজস্র তারার সাথে
মোরাও সামিল হয়েছিলাম তোমাদের আঙিনায়,
রাতের নিরবতায় ছোট ছোট কথায়
মেতে উঠেছিলাম আড্ডায়।

তারপর,
বেলা বয়ে গেল
রাত গভীর হল,
স্মৃতিপটে অজস্র স্মৃতিরেখা একে
আড্ডাটা অসমাপ্ত রেখে
যে যার মতো বিদায় নিল।

১৫ এপ্রিল, ২০১৫।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্ঝর ১৮/০৩/২০১৬
    সুন্দরতো
  • মোঃ মুলুক আহমেদ ২০/১২/২০১৫
    ভালো।
  • সুন্দর
  • ইসরাত রিতুল ০৯/১২/২০১৫
    সুন্দর।
  • নির্ঝর ০৮/১২/২০১৫
    দারুন তো!
  • অভিষেক মিত্র ০৮/১২/২০১৫
    চমৎকার।
  • সুন্দর।
  • অনেক সুন্দর
  • কবিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। টুকটুকে একটি কবিতা, যা শেষে একটা দুঃখের বাতাবরণ তৈরি করে গেল। ভালো লেগেছে।
    • ধন্যবাদ কবি। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ভালো থাকবেন সবসময়।
      • আপনাকেও ধন্যবাদ। বাংলা কবিতা সাইটে আপনার লেখা দেন না?
        • মাঝে মাঝে দেই।
          • ধন্যবাদ। ওখানে আমার লেখা পাবেন।
            • ধন্যবাদ কবি। অবশ্যই পড়বো।
 
Quantcast