www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাটির পুতুল

মাটির পুতুল
জামাল উদ্দিন জীবন

মাটির পুতুল মাটির পুতুলরে তোমার বদন পানে
চেয়ে দেখি অপলকে বানাল কোন সে কারি গড়?
যতন করে ধরাতে তোমায় মনের মতন ভালোবেসে
কি অপরূপ রূপের কিরণ নেহারি কভু আঁখি বাতে।

সাজা লো কে তোমায় আজ তুলির আঁচড় দিয়ে
তার হাতের নিপুণ কারুকাজে জান কি তারে?
অঙ্গেতে জড়ায়ে শাড়ী নাম দিল তার নীলাম্বরী
হাতে বালা মাথায় কাঁকন কানেতে পরিয়ে দুল।

খোপায় গুজিয়া দিলে হলুদ গাদাঁর কতশত ফুল
সকল আছে তোমার দেহে নাই শুধু প্রাণ খানি
তবুও আছ তুমি অবিচ্ছেদ্য হয়ে জগতে বিদ্ধ মান
অনেকে আবার তোমাকে করে ভক্তি আর সম্মান ।

চায় অনেক কিছু সকল কল্যাণকর তোমার সে দান
বারো মাসে তে রটি পার্বণ তোমার জন্য আছে রাখা
হলো না কভু আমার আঁখিতে তোমায় শেষ বার দেখা
বহু রূপে ধরা ধামে ঘটে পুনরায় তোমার আগমন।

লক্ষী রাণী বিদায় নিল আমার ভুলে আজ গৃহ হতে
জীবন জুড়ে শুধু অন্ধকার বয় এখন সেদিন থেকে
কৃষাণীর ঘরের প্রজ্বলিত আলোক রশ্মি দেখি নিভে গেছে
অন্যের ঘরে আসিল বধূ তাই একটু আলো ধার নিতে।

সেদিন হতে লক্ষী রাণী পর হয়ে গেলো আমাতে হতে ধরাতে
আপন কর্ম দোষে না বুঝে হারালাম এ জীবনের সব কূল
এ জীবনে ফুটবে কি আর আশার মুকুল ভালোবাসার ফুল
আপনা লয় ছেড়ে পুতুল আজ বসত করে অন্যের গৃহ মাঝে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক অনেক শুভকামনা। অনেক সুন্দর হয়েছে।
  • অভিজিৎ হালদার ১৭/০৮/২০২১
    সুন্দর ভাবনার অবতারণা
  • ফয়জুল মহী ১৭/০৮/২০২১
    Wonderful writen
  • Best
  • চমৎকার হয়েছে
  • Md. Rayhan Kazi ১৭/০৮/২০২১
    বেশ মনোরঞ্জকারী কবিতা
  • কাব্যপাঠে বড় মনে হলো কবি দা
 
Quantcast