www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্ত পথের গল্প

দমকা হাওয়ায় উড়ে যায় স্বপ্নগুলো
যত ইচ্ছে উড়িয়ে দিয়ে নীল আকাশে
যাযাবর একাকী এক চিলের মত
আমি আজ মুক্ত পথের যাত্রী ।
পথে পথে হবে গান,কাকলী ।


তোমরা এখন খুঁজে মরবে আমাকে
রাস্তায় রাস্তায় ল্যাম্পপোষ্টের ভিড়ে
অনুশোচনায় কেঁদে কেঁদে ভিড়বে
আমার ছোট্ট কুটিরের তীরে ,
আর আমি কেবল দূর থেকে দেখে হাসব
পাগলের মত ...।

তোমাদের স্বপ্ন পূরনে আমাকে বাঁচতে হত ,
আমি এখন নিজের জন্য বাঁচি ,
নিজের সুখে হাসতে পারি ,কাঁদি দুঃখ পেলে
তোমাদের নিয়ম আমাকে আর আটকাতে পারবেনা
আমার পথ এখন আমি তৈরি করে হাঁটি ।


ভেবনা আমি উদভ্রান্ত ,ভড়কে যাওয়া পথহারা
শুনে রেখ ,আমি ভাল আছি ,ভাল থাকব ।
:) :)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আলম সারওয়ার ২৫/০৫/২০১৭
    দারুন হয়েছে। শুভেচ্ছা রহিল
  • রেজাউল আবেদীন ২৪/০৫/২০১৭
    নীল আকাশে স্বপ্ন উড়তে জেনেছি কবিতা হতে ! সুখে হাসি পায়, দুঃখে কান্না, কঠিন বাস্তব! সুন্দর লিখা।
    • শাহারিয়ার ইমন ২৫/০৫/২০১৭
      কবিতা মনের না বলা কথা বলে । শুভেচ্ছা
    • শাহারিয়ার ইমন ২৫/০৫/২০১৭
      কবিতা মনের না বলা কথা বলে । শুভেচ্ছা
  • আতাম মিঞা ২৪/০৫/২০১৭
    ভালো আছি,ভালো থেকো।
    তারুণ্যের ঠিকানাই কবিতা লিখো।
  • ভালো।
  • শুনে রাখ আমি ভালো আছি আর ভালোথাকবো।
    খুবসুনদর লিখেছেন ভালো লাগলো কবিবর 💕
 
Quantcast