www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃখ নেই

স্বপ্ন, স্বপ্নই থেকে যাক কোনো দুঃখ নেই
ফসল কাটার উৎসবে সোনালী ধান পরে থাক
দিন দিন আরও সোনালী হওয়ার নেশায়

হাওর-বাওর নদী-নালা আর যতো জলধারা
সবিই শুকিয়ে রৌদ্রদীপ্ত হোক, - দুঃখ নেই

দুঃখকেও সময় দিতে হবে যাতে সে বেড়ে ওঠে
চিরসবুজ অন্ধকারের স্যাঁতসেঁতে নিষিদ্ধ অলিগলি পেরিয়ে;
সুদর্শন গাঁজাখোররা যেখানে নাটায় হাতে সুতো টানে-
জৈবিক-ঘুড়ি উড়ছে স্বর্গ-নরকের সীমানায়,
তোমাকেও তো কতোবার দেখিয়েছিলাম সেই কলাপাতার ঘুড়ি
পতপত করে উড়তে উড়তে পচন ধরার আগেই
পরতে থাকে পতনের নেশায়!

ধীরে ধীরে সবাই ভুলে যাবে সেই মুখশ্রী
সেই টেকোমাথা, অথবা ১৮” পাঁঠা
দুঃখ নেই, দুঃখ নেই, আমি অন্ধকারে যাবো-
অন্ধকার আমাকে বেশী টানে – মনে রেখো-
সুখরা যখন ঘুমিয়ে পড়ে তখনই অন্ধকার নামে!
দুঃখ নেই এক ফোঁটা!!




১১ই নভেম্বর, ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শরিফুল ইসলাম (1990) ১৪/১১/২০১৫
    ভালো
  • নির্ঝর ১২/১১/২০১৫
    দারুন!
  • দেবাশীষ দিপন ১১/১১/২০১৫
    অনুভুতির দারুণ প্রকাশ।
 
Quantcast