www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাল শালুকের বিল

লাল শালুকের বিল
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥

লাল শালুকের বিল।
ডুব সাঁতারে দুষ্টরা সব
হাসতেছে খিল খিল।

ডুব দিয়ে কেউ তুলছে শালুক
ছিঁড়ছে বা কেউ ফুল,
লাফ দিলে ব্যাঙ মাছ ভেবে কেউ
করতে বারেক ভুল,
টানছে মাথার চুল।

প্যাঁক প্যাঁকিয়ে ঝাপটে ডানা
চলতে পাতি হাঁস,
মাছরাঙা টার ভাগ্য যেন
করলো বৃথায় নাশ।
মাছ বিনে আজ মিটছে না ঐ
পানকৌড়ি টার আশ।

লাফ দিয়ে কেউ নৌকা থেকে
দিচ্ছে সাঁতার ডুব,
ভাব দেখাতে খুব,
হাত দু’ দিয়ে চাপড়ে পানি
করতেছে ধুব ধুব।

পাক প্রকৃতি ঝিম।
ক্ষণ থেমে ক্ষণ বৃষ্টি ফোটা
ঝরতেছে রিম ঝিম।
শাপলা পাতার মাঝখানে এক
সদ্য যেন ডিম।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০২০

মন্তব্যসমূহ

  • best
  • ফয়জুল মহী ২৮/০৮/২০২০
    লিখনীতে মন উৎফুল্ল হলো ।
  • Md. Jahangir Hossain ২৮/০৮/২০২০
    সুন্দর লেখা।
  • Very Good, dear poet!
 
Quantcast