www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বর্ষার একদিন

বর্ষার একদিন
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥

এক কেজি চাল নেইকো ঘরে
সবজি লবণ তেল,
সব জেনে খল বৃষ্টি তবু
করছে মজার খেল।

ধাপ বাড়াতেই দোর বাহিরে
বিজলী চমক বেশ,
ক্ষণ প্রতি ক্ষণ বৃষ্টি ঝরে
করছে জীবন শেষ।

রাগ করে তাই অন্নহীনে
যেই দিনু এক ঘুম,
ছোট্ট বেলার স্বপ্ন দিলো
গাল ভালে দুই চুম।

ঘুরছি সবাই মামার দেশে
দুষ্টু সাথীর দল,
বাগ-বাগিচায় করছি চুরি
ফুলগুলি আর ফল।

লাঠ নিয়ে যেই করলো তাড়া
মিষ্টি আমার নানী,
উল্টে দেখি খাটের তলায়
জমছে আধেক পানি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০২০

মন্তব্যসমূহ

  • পিংকু মালাকার ০৯/০৭/২০২০
    বাহ্
  • মহোহর।
  • রেদোয়ান আহমেদ ০৭/০৭/২০২০
    বাহ্ অসাধারণ।
  • ফয়জুল মহী ০৭/০৭/২০২০
    অত্যন্ত মনোমুগ্ধকর লেখা
  • Md. Rayhan Kazi ০৭/০৭/২০২০
    বাহ্ চমৎকার
  • পি পি আলী আকবর ০৭/০৭/২০২০
    সুন্দর
 
Quantcast